স্বামী কে হত্যা করে জোর করে বিয়ে করেছিলেন সাফিয়া রা: কে ! -- নাস্তিকদের অভিযোগের জবাব

বিসমিল্লাহির রাহমানির রাহীম

 Assalamualaykum .... সবাই ভালই আছেন , আলহামদুল্লিাহ আমি তো ভালই আছি !
আজকে আপনাদের সামনে সাফিয়া রা: এর কাহীনি নিয়ে জমাটবাধা অভিযোগ গুলো নিয়ে আসলাম ! যারা আজকে মুক্তমনা চিন্তার অধিকারী তাদের অভিযোগ এই যে , রাসূল সা: সাফিয়া রা: এর স্বামী কে নাকি হত্যা করে সাফিয়া রা: কে বিবাহ করেন !
কথাটি মিথ্যা নয় তবে কথার মাদ্ধম্যে বোঝানো হচ্ছে রাসূল জবরদস্ত ভাবে সাফিয়া রা: কে বিবাহ করেছে !
আজকের পোষ্ট এ আমি প্রমান করবো আসলেই সাফিয়া রা: কে জবরদস্তভাবে বিবাহ করা হয়েছিলো নাকি তার ইচ্ছেই বিবাহ করা হয়েছিলো !  আজকে সেটি প্রমান করবো ইনশা আল্লাহ !
প্রথমে একটি বিষয় তা হলো ভেবে দেখুন “নাস্তিকরা তারা নিজেরা ১০০ টা করে সেক্স করলেও সে ক্ষেত্রে তাদের কোন Protest নেই ! কিন্তু দু:খের বিষয় এই যে রাসূল সা: ১৩ টি বিবাহ করে সব স্ত্রি কে হালাল ভাবে লালিত পালিত করে ভাত-কাপড় দিয়েছেন এটা নাকি লুচ্চামি করেছেন <নাউযুবিল্লাহ> !” যাক সে কথা নাস্তিকতা মানেই আসলে মজাই পাই অনেক সময় ! চলুন শুরু করা যাক !

প্রথমেই দেখা যাক সাফিয়া রা: কে কিভাবে রাসূল হাতে পেল !

”যুদ্ধে গণিমতের মাল বিতরণ করার সময় দাহিয়া কালবি নামক এক ব্যাক্তি কে দেওয়া হলো সাফিয়া রা: কে !!! অতপর একজন ব্যাক্তি এসে বলল: হে রাসূল সা: সাফিয়া কে আপনি দাহিয়া কালবি কে দিয়ে দিলেন ???? সে কেবল মাত্র আপনারেই যোগ্য ছিলো ! সে কুরাইযাও নযির গোত্রের সর্দার ছিলেন !
অতপর রাসূল সা: দাহিয়া কালবি কে অন্য দাসী বেছে নিতে বলেন !” 
                                                                                                                                                                                                                       সুনানে আবু দাউদ  ৪ নাম্বার খন্ড ২৯৮৮ নাম্বার হাদিস (ইসলামিক ফাউন্ডেশন)
                                                  Live See Click Here


কি বুঝলেন বন্ধুরা ? এখনোও যদি কিছু বুঝারমত হিম্মত না থাকে তাহলে বলবো আমার এই পোষ্ট টি আপনার জন্য নয় ! এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছে রাসূল সা: সাফিয়া রা: কে এই জন্য বেছে নিলেন কারন এজন ব্যাক্তি এসে বলল রাসুল সা: সাফিয়া কেবল মাত্র আপনারই যোগ্য ! এর কারন হিসেবে সে বলল: “সে কুরাইযাও নযির গোত্রের সর্দার ছিলেন !”

কি বুঝলেন ? শুধূ মাত্র সাহাবীর কথা শুনে রাসূল সাফিয়াকে পছন্দ করলেন ! কারণ সে যেহেতু সর্দার  ছিলেন সাফিয়া রা: , সেহেতু সে কার নিকট উকূষ্ট ? আপনাদের কাছে প্রশ্ন !!
যুদ্ধে যারা অংশ নিয়েছিলো সবার চাইতে উত্তম ছিলেন মুহাম্মাদ সা: তাই , সাফিয়া রা: কে তার সাথেই মানায় ! তাই একজন ব্যাক্তি রাসূল কে এই কথা স্বরন করিয়ে দিলেন ! সেজন্যই রাসূল সাফিয়াকে নিজের জন্য বেছে নিলেন !
তথাকথিত নাস্তিক গুলো , তারা কি এত কিছূ তুলে ধরে ?নাকি সরাসরি ঐটা বলে যেটা আমি টাইটেল এ লিখেছি ! 
বিচার আপনাদের হাতে ! আমার কাজ সত্য কে তুলে ধরা ! যািই হোক প্রমান কিন্তু হলো রাসূল সা: সাফিয়া রা: কে জোড় করে স্বামি কে হত্যা করে নিজ খায়েস পূরনে বিবাহ করেন নি ! সাফিয়া রা: কে নিয়ে আমি সামনে আরও পোষ্ট করে নাস্তিকদের দাত ভাংগা জবাব দিবো ইনশাআল্লহ !!




















Post a Comment

0 Comments