সাফিয়া রা: এর যুদ্ধের পর রাসূল সা: কে বিবাহ ছাড়া কোন উপায় ছিলো না ---- নাস্তিকদের অভিযোগ

বিসমিল্লাহির রাহমানির রাহীম





বন্ধুরা একটি কথা জানেন কি ? নাস্তিকরা তাদের কাজ হলো , এক দিকে ভূল না পেলে আরেক দিকে ভূল ধরা এভাবে ত্যানাপেচানো ঝাড়া ওদের আর কোন কাজ নেই ! চালিয়েই যাবে এই ভাবে !
মায়ের চাইতে মাসির দরদ বেশি !
সাফিয়া রা: এর উপর জুলুম করা হলো এ নিয়ে সাফিয়া রা: এর কোন মাথাব্যাথা নেই ! তিনি কোন হাদিসেও এমন বলেননি যে আমার রাসূল সা: কে বিবাহ করা ছাড়া আর কোন উপায় নেই , ! এমন কথা কোথাও বলেও নি অথচ , এই নাস্তিক গুলো আলগা দরদ কিভাবে দেখায় ! আমি অবাক হয়ে যাই !”
যাই হোক , দেখি আজকে সাফিয়া রা: এর বিবাহ করা ছাড়া আর কোন উপায় ছিলো কিনা বা তাকে সুযোগ দেওয়া হয়েছিলো কিনা !”

সাফিয়া রা: নিজের ইচ্ছেয় বিবাহ করেছেন ! আসুন জেনে নেই !
এখানে কিন্তু একটি জিনিষ লক্ষনীয় , তা হল , সাফিয়া রা: যদি চাপে পরে বিবাহ করতেন তাহলে কিন্তু বিবাহের পরে রাসূল সা: এর সাথে তার একটি ভালো সমপর্ক থাকার কথা নয়
এবং শুধূ তাই নয় , তিনি সুযোগ পেলেই বিবাহ বন্ধন থেকে বিচ্ছিন্ন হতে পারতেন ! কিন্তু তিনি তা করেন নি !
একটি হদিসে পাওয়া যায় ,
”যখন রাসূল সা: এর স্ত্রিদের সাথে সমপর্ক বিচ্ছিন্ন হবার পরিস্থিতি সূষ্টি হলো তখন , মহানবী সা: স্ত্রীদের এ বিষয়ে এখতেয়ার জানানোর নির্দেশ দিলেন, আয়েশা রা: বললেন , আমি তো আল্লাহ তার রাসূল এবং আখিরাতের জীবনই চাই !
আয়েশা রা: আরও বললেন: নবী সা: এর অন্যান্য স্ত্রী রাও একই জবাব দিলেন “
                                                    সহীহ বুখারী
                                                      144 পূষ্ঠা
                                                           ৮ নাম্বার খন্ড , হাদিস নাম্বার : 4423 ( ইসলামিক ফাউন্ডেশন )

এখানে কিন্তু পরিষ্কার ভাবে বলা আছে “নবী সা: এর অন্যান্য স্ত্রী রাও একই জবাব দিলেন” ! তাহলে বুঝা যাচ্ছে সাফিয়া রা:মুহাম্মাদ সা: এর উপর সন্তূষ্টই ছিলো !
এখানে অসন্তূস্টর কোন ছাপ পাওয়া যায় না !

সাফিয়া রা: তিনি চাপে পরে বিবাহ করেছেন কিনা এটা বুঝার উপায় অোরেকটি তা হলো ইসলাম গ্রহনের পরবর্তী
 জীবনে তিনি কেমন , পরহেজগার ছিলেন !
যদি তিনি পরিস্থিতির স্বিকার হয়ে বিবাহ করতেন তাহলে কিন্তু তিনি কখনোও ,  পরবর্তী জীবনে পরহেজগার থাকার কথা নয় !

”সাফিয়া রা: দানশীল , পরহেজগার েএকজন  মো’মেনা ছিলেন এবং তিনি দানশীল , পরহেজগারী তার উপর শীর্ষ
 স্থান দখল করেছেন ।
                                              আল বিদায়া ওয়ান নিহাইয়া
                                                            খন্ড ৮ পূষ্ঠা ৯৭ নং
তাহলে বুঝান , কিভাবে তাকে পরিস্থিতির স্বীকার হয়ে বিবাহ করতে হলো ? নিশ্চয় তিনি তার নিজ ইচ্ছেয় বিবাহ করেছেন বিধায় ইসলাম কে তিনি এভাবে ভালোবেসে ছেন ।

আবার আরেকটি বর্ণনায় েএসেছে
”সাফিয়া রা: রাসূল সা: কে বললেন: আমার কাছে আমার প্রতি কিছূ অভিযোগ আসে । তারা আমাকে ইয়াহুদি আর তারা কোরাইজা বলে আমাকে অসম্মান করে ।
রাসূল সা: বললেন: তুমি বললেনা কেন ? আমার স্বামী মুহাম্মাদ সা: পিতা হারুন আর চাচা মুসা । তোমরা দু’জন আমার তুলনায় উত্তম হবে কিভাবে ?
এরপর থেকে তিনি এটিই বলতেন !”


                                        সহীহ তিরমীযি
                                               হাদিস নং:3892
                                                     (ইসলামিক ফাউন্ডেশন or হোসাইন আল মাদানী পাবলিকেশন)
                                                               Click Here To Live See
                                                         

একবার ভেবে দেখূন তো রাসুল সা: কে যদি ভালই না বাসতেন এই কথা কি উনি সাফিয়া রা: বলতেন ????? নিশ্চয় রাসূল এর প্রতি আকূষ্ট হয়েই তিনি বিবাহ তার ইচ্ছেয় করেছেন !

এছাড়াও একটি বর্ণনায় এসেছে

”রাসূল সা: তাকে বিবাহের পূর্বে তাকে বলেছে “সিদ্ধান্ত তোমার ! তুমি যদি ইসলাম গ্রহন করো , তবে আমি তোমাকে আমার জন্য বেছে নিবো । আর যদি তুমি ইহুদি থাকা পছন্দ করো তবে তোমকে মুক্ত করে দিবো । সাফিয়া রা: বললেন:  হে আল্লাহ রাসুল ! আপনার কাছে আসার পর আমাতে দাওয়াত দেওয়ার আগেই , আমি ইসলাম গ্রহন এবং ইসলামকেই সত্য বলে মেনেছি ।”



                                             ইবনে সা’দ তাবাকাত ৮/১২৩

চিন্তা করুন একবার ইসলাম কে তিনি কতটা ভালোবাসতেন এজন্য রাসূল সা: কে তিনি আগেই নবী হিসেবে মেনেছেন ।


এছাড়াও আরেকটি জায়গায় এসেছে

”রাসূল সা: যখন প্রচন্ড অসুস্থহত তখন সমস্ত স্ত্রী তার চারপার্শে জড় হলেন । সাফিয়া রা: বলতেন: হে রাসুল আল্লাহর শপথ ! আমি যদি আপনার জায়গায় থাকতাম !”

* ইবনে সা’দ (তাবাকাত) খন্ড ৮ , পূষ্ঠা ১০১*


সাফিয়া রা: রাসূল সা: কে কতটা ভালোবাসতেন যে .... তিনি  এমন কথা বললেন !

এছাড়াও ইবনে সা’দ (তাবাকাত) খন্ড ৮ পূষ্ঠা ১০২ এ পাওয়া যায় , সাফিয়া রা: খুব দানশীল ব্যাক্তি ছিলেন ।


অবশেষে এই রেজাল্ট আসলো যে সাফিয়া রা:তিনি নিজ ইচ্ছেয় বিবাহ করেছেন সুতরাং রাসুল সা: কে বিবাহ করা ছাড়া তার আর কোন উপায় ছিলো না এইটা ডাহা মিথ্যা কথা ! আল্লাহ তায়ালা এই নাস্তিকদের হেদায়েত দিক আমিন !



Post a Comment

0 Comments