সাফিয়া রা: কে ইদ্দত পালন পর্যন্ত করতে দেওয়া হয়নি ---- নাস্তিকদের অভিযোগ

বিসমিল্লাহির রাহমানির রাহীম


সাফিয়া রা: হল নাস্তিকদের একটি ইসলামের ভূল ধরার জায়গা ! ্ওদের কথা অনুযায়ী তারা বলে সাফিয়া রা: কে নাকি ইদ্দত পালন পর্যন্ত অপেক্ষা না করেই তার সাথে সহবাস করেছেণ ! ইসলাম বিদ্বেশী করার জন্য কাটসাট করে ২,১ হাদিস কোন মত নোট করে আমাদের ১২ টা বাজাচ্ছে ! ভেবে দেখুন !
আমি যদি এখন হাদিস দিয়ে প্রমান করে দেয় যে রাসুল সা: অপেক্ষা করেছিলেনে ইদ্দত পালন পর্যন্ত ??

হাদিসে আছে,

”তারপর তখন আমি রওয়ানা হলাম । আমরা যখন সাদ্দুস সাহবা নামক স্থানে পৌছালাম তখন সাফিয়া রা: হায়েয থেকে পবিত্র হন । রাসূল সা: তার সাথে বাসর যাপন করেন”
                                                                               সহীহ বুখারী 2698 নং হাদীস
                                                                                     খন্ড: ৫ (ইসলামিক ফাউন্ডেশন)

কি বুঝলেন ?
সাফিয়া রা: কে হায়েজ থেকে পবিত্র হওয়ার সময় দেওয়া হয়েছিলো কিন্তু ! এরপরে নাস্তিকদের অভিযোগ থামবে না জানি ! 
যাই হোক , আমি চাই নাস্তিরা হেদায়াত পাক !


Post a Comment

0 Comments