বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম , বন্ধুগন , নাস্তিকদের একটি স্বরযন্ত্র হলো এটি ।
ওরা সাফিয়া রা: এর হাদিস দেখিয়ে বলে দান করা জিনিষ ফিরিয়ে নেওয়া কুকুরে ন্যায় বমি করে আবার খাওয়া সমান । তাহলে সাফিয়া রা: কে দাহিয়া কালবি কে দিয়ে , আবার মুহাম্মদ সা: ফিরিয়ে নিলো এটাও তো বমি খাওয়াই হলো । এত খারাপ কাজ কি রাসূল সা: করতে পারে ?
এইহলো নাস্তিকদের কথা । আসলে এদের নলেজ দেখে আমি অবাক হয়ে যাই । কারন এরা জানেই না দান আসলে কি জিনিষ অথচ, দান করা নিয়ে কথা বলে । আসলেই কি সাফিয়া রা: কে দান করে দেওয়া হয়েছিলো ?? নাকি এটি গণিমতের ভিতরে পরে যাচ্ছে ?
গনিমতের হুকুম কি ??
পবিত্র কোরআন আমাদের জানালো:
আপনার কাছে জিজ্ঞেস করে, গনীমতের হুকুম। বলে দিন, গণীমতের মাল হল আল্লাহর এবং রসূলের। অতএব, তোমরা আল্লাহকে ভয় কর এবং নিজেদের অবস্থা সংশোধন করে নাও। আর আল্লাহ এবং তাঁর রসূলের হুকুম মান্য কর, যদি ঈমানদার হয়ে থাক।
সুরা আনফাল ৮ নাম্বার আয়াত ৯নং পারা ৮নং সূরা
কি বুঝলেন ?
গণিমতের হুকুম আল্লাহ এবং তার রাসুল মোতাবেক । এখানে কোন জিনিষ দিলে সেটি দান নয় ।
দান আলাদা জিনিষ এবং গণিমতের মাল বিলিবন্টন আলাাদা জিনিষ ।
সুতরাং আয়াত থেকে বুঝতে পারি রাসুল সা: এর ইচ্ছেই বড় ইচ্ছে , এখানে না তিনি কাওকে দান করেছেন না নাস্তিকদের কথা কাজে লাগে ।
সুতরাং নাস্তিকদের এই অভিযোগের কোন ভিত্তি নেই ।

0 Comments