সভ্যতা কি ?

বিসমিল্লাহির রাহমানির রাহিম

সভ্যতা এটিকে ইংরেজি তে “Civilization” বলা হয় ।
আর এটি মূলত , এটির আর্বিভাব হয়েছে ল্যাটিন শব্দ Civilis থেকে !
C.C. Lambery Carlovshy তিনি বলেন: সভ্যতা শব্দটি মানব সমাজের  এমন একটি অবস্থার প্রতি ইংগিত নির্দেশ করে যে সমাজ ব্যবস্থা উচ্চতর সাংস্কৃতিক ও প্রযুক্তিগত সফলতা অর্জন করেছে এবং যে একটি জটিল সামাজিক ও রাজনৈতিক ব্যবস্থার (Complex social and political pattern) ঘটেছে ।

আবারোও, Edward L.farmer মনে করেন:
ধর্মীয় ও রাজনৈতিক কতৃপক্ষের স্থায়ী প্রশাসন কেন্দ্রকে বেষ্টন করে সুসংঘভাবে গড়ে উঠা সমাজ ব্যবস্থা সভ্য সমাজ ।
এসব প্রশাসন কেন্দ্র হলো নগর ও শহর । সুতরাং, নগরকেন্দ্রিক জীবনযাত্রা প্রণালি গড়ে উঠার মাধ্যমে বিভিন্ন জনগোষ্টি সভ্য সমাজে রূপান্তরিত হয় ।
আবারোও, ওয়াল ব্যাংক টেইলর এর মতে “আদিম সংস্কৃতি থেকে মানুষের উন্নতি ও পরিবর্তন প্রক্রিয়া এবং এর ফলাফলকে সভ্যতা বলে ।

পেয়েছি:
প্রাচীন সভ্যতার ইতিহাস 
প্র্রকাশনী: গ্রন্থ কুটির
রমজান আলি আকন্দ

Post a Comment

0 Comments