মিশরের জীবজন্তু নিয়ে কিছু কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম,
তখনকার জলবায়ুতে জলে স্থলে বর্তমানে লুপ্ত নানা রকম জীবজন্তু বিরাজ করতো ।এর নির্দশন দেখা যায় নীল নদ সন্নিহিত বিভিন্ন দেয়াল পাত্রের চিত্রাংকনগুলোতে ।জলহস্তি , জিরাফ ও গাধার সংগে আফ্রিকার তৃণভূজি জীবজন্তু বাস করতো ।
এ সকল জীবজন্তু থেকেই মিশরে দেবতার দেহায়বকে মন্দিরে পূজা করা হতো । মরুভূমিতে সিংগ , বন্য , ষাড় প্রভৃতি তীর ধনুকসহ শিকারের ছবিও দেখা যায় ।
বিভিন্ন  জায়গায় জলহস্তি , কুমির , হাতি বিভিন্ন যন্তুর ছবি থেকে বুঝা যায় সেসময় সেই সমাজে এই সব জন্তু জানোয়ার বিরাজমান ।

Post a Comment

0 Comments