বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম,
তখনকার জলবায়ুতে জলে স্থলে বর্তমানে লুপ্ত নানা রকম জীবজন্তু বিরাজ করতো ।এর নির্দশন দেখা যায় নীল নদ সন্নিহিত বিভিন্ন দেয়াল পাত্রের চিত্রাংকনগুলোতে ।জলহস্তি , জিরাফ ও গাধার সংগে আফ্রিকার তৃণভূজি জীবজন্তু বাস করতো ।
এ সকল জীবজন্তু থেকেই মিশরে দেবতার দেহায়বকে মন্দিরে পূজা করা হতো । মরুভূমিতে সিংগ , বন্য , ষাড় প্রভৃতি তীর ধনুকসহ শিকারের ছবিও দেখা যায় ।
বিভিন্ন  জায়গায় জলহস্তি , কুমির , হাতি বিভিন্ন যন্তুর ছবি থেকে বুঝা যায় সেসময় সেই সমাজে এই সব জন্তু জানোয়ার বিরাজমান ।
 

 
 
0 Comments