মিশরীয় দের আগমন নিয়ে কিছু কথা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

মিশরীয়রা মধ্য কিংবা পশ্চিম এশিয়া থেকে মিশরে এসেছিলো । মিশরীয়রা ইতিহাসে আদিপূর্বে সুমেরীয় ও ব্যাবিলনীয় সভ্যতার প্রধান  বৈশিষ্ট্য ছিলো চোংগাকৃতির সিলমোহর । প্রথম রাজবংশের আগে এটি দেখা যায় না । মেসোপটেমিয়ায় এটি আদিম যুগ থেকেই ছিলো । সেজন্য অনুমান অনুযায়ী বলা যায় ইট নিমার্ণ এর কৌশল পূর্বদেশ এশিয়া থেকেই এসেছিলো । ব্যবলনীয়রা তাদের অর্ধেক ভ্রূনাবস্থায় ধরনের কবর দিত । মৃতদেহ আংশিক বা অর্ধেক পুড়িয়ে ফেলত । দেখা যায় , প্রাচীন ব্যাবলিয়দের মিশরীয়দের মতো কাত করা নয় সমপূর্ণ অবলম্বমানভাবে শোয়ানো অবস্থায় কবর দিতো ।
অনেকে বলেছেন , মিশরীয়দের দৈহিক ধরনের লোকদের সিরিয়া ও লেবানন লোকদের সাথে সাদৃশ্য দেখা যায় । এভাবে এরা উত্তর মিশরে পরবর্তী প্রথম রাজবংশ যুগে প্রবেশ করে এবং সাস্কৃতিক উন্নয়ন ঘটে ।
প্রাচীন সভ্যতার ইতিহাস 
প্র্রকাশনী: গ্রন্থ কুটির
রমজান আলি আকন্দ
পৃষ্ঠা:৮২

Post a Comment

0 Comments