প্রাক-রাজবংশীয় এর যুগ

বিসমিল্লাহির রাহমানির রাহিম
প্রাক-রাজবংশীয় যুগে মিশর অনেকগুলো নোম বা নগররাষ্ট্রে বিভক্ত ছিল । কৃষিকাজের সুবিধার জন্য বিশেষ করে খাল খনন, বাধ-নির্মাণ , সেচ কাজের জন্য এ নোমগুলোর মধ্যে সহযোগিতা গড়ে উঠে । এ প্রয়োজনে খিষ্টপূর্ব ৪০০০ বছর আগে মিশরে নোমগুলো ঐক্যবদ্ধ হয়ে দু’টি বড় রাজ্যের বলা হত । এর রাহধানী ছিলো নগরীর কাছে এবং উত্তরের রাজ্যকে বলা হতো নিম্ন মিশর । এর রাজধানী ছিলো হেলিওপলিশ ।
খ্রিষ্টপূর্ব ১৪০০ অব্দে মেনেস সমগ্র মিশরকে ঐক্যবদ্ধকরে এবং সিনাই দখল করে উত্তর দিকে প্যালাস্টাইন, ফিনিশয় এবং সিরিয়া দথল করে ।তিনি নিজেকে সূর্যদেবতার সন্তান হিসেবে ঘোষণা করেন ।
জনগণ তার দৈবতন্ত্র  স্বীকার করে নেন । তিনি ছিলেন মিশরের পরিচালক ,  যুদ্ধের নেতা , শিল্পের পরিচালক , পূর্ত বিভাগের তত্ত্বাবধায়ক এবং রাজকোষের পরিচালক । তার শাসনকার্য পরিচালনা করার জন্য অনেক সরকারি কর্মকর্তার প্রয়োজন হতো এবং কর্মচারীরা তাদের কাজকর্মের জন্য ফানাও এর নিকট দায়বদ্ধ ছিলো । এ যুগে সরকার ছিলো অভিজাততান্ত্রিক এবং অমলাতন্ত্র শক্তিশালি ছিল । জনগনের অধিকাংশ সরকারি কর্মকান্ডে অংশ গ্রহনের সুযোগ পেত না । জনগণের জীবন ও সম্পদ ফারাও এর দয়ার উপর নির্ভরশীল ছিলো । এ সময় মিশরের রাজধানী ছিল হেলিওপোলিস এবং সংযুক্ত মিশরের রাজধানী হিসেবে এটি আটশ বছর টিকে ছিলো । এরপর মিশর আবার বিভক্ত হয় । ৩৪০০ খ্রিষ্টপূর্বাব্দে উচ্চ মিশরের রাজা মেনেস দুরাজ্য আবার একত্র করেন এ সময় নীলনদের অববাহিকা মেমফিসে তিনি রাজধানী স্থাপন করেন ।

এই জামানায় মিশরের উন্নতি:-
----------------------------------
প্রাক-রাজবংশ যুগে মিশর বস্তুগত এবং অবস্তুগত অনেক সংস্কৃতি অর্জন করে । এ যুগে চকমকি পাথর , তামা এবং সোনা প্রভৃতি অস্ত্র যন্ত্রপাতি এবং গয়না তৈরির কৌশল অর্জিত হয় । এ যুগে মিশরে চিত্র শোভিত উজ্জল মুতপাত্র তৈরি হয় । বিশেষ করে কৃষি উন্নতির জন্য সেচ ব্যবস্থা , জলভূমি পুনরুদ্ধার সম্ভব হয় এবং কৃষিতে লাংগলের ব্যবহার শুরু করে । প্রাক- রাজবংশীয় যুগে মিশরে বস্ত্রবয়ন কৌশল আবিষ্কৃত হয়েছিল । প্রাক-রাজবংশীয় যুগে মিশরে বিভিন্ন গোত্র প্রথা এবং ধর্মীয় নিয়মকানুন থেকে আইন গড়ে উঠে । এসব আইন শ্রেণি বিভক্ত সমাজ টিকিয়ে রাখার জন্য অপরিহার্য
ছিল । এ যুগে মিশরের পুরোহিতরা লিখন পদ্ধতি উদ্ভাবন এবং লেখা্র বস্তু হিসেবে প্যাপিরাস ও কালির উদ্ভাবন করে ।






রেফারেন্স:
প্রাচীন সভ্যতার ইতিহাস 47 পূষ্ঠা
গ্রন্থ কুটির

Post a Comment

0 Comments