বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুয়ালাইকুম , বন্ধূরা
আশা করি ভালই আছেন , যাই হোক মূলত লক্ষ করবেন নাস্তিকরা যেমন রূচির ঠিক তেমনি নাস্তিকদের অভিযোগ গুলোও তেমন রূচির ।
যেমন তারা রাসূল সা: এর বিরুদ্ধে একটি অভিযোগ করেছেন ... সেটি হলো রাসূল সা: এর নাকি বেগানা নারি দেখে তার খারাপ নজর জাগে ! (নাউযুবিল্লাহ)
আসলে কাহীনিটা কি তারা পুরোটা উল্লেখ্য না করেই ঝাপিয়ে পরে বাধা দিতে ।
আসুন হাদীস টি আসলে কি আমরা দেখি
"আমর ইবনু আলী (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলাকে দেখলেন। তখন তিনি তার স্ত্রী যায়নাব এর নিকট আসলেন। তিনি তখন তার একটি চামড়া পাকা করায় ব্যস্ত ছিলেন এবং রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের প্রয়োজন পূরণ করলেন। অতঃপর বের হয়ে সাহাবীগণের নিকট এসে তিনি বললেনঃ স্ত্রীলোক সামনে আসে শয়ত্বানের বেশে এবং ফিরে যায় শায়ত্বানের বেশে। অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়।* (ইসলামিক ফাউন্ডেশন, ৩২৭৩, ইসলামীক সেন্টার ৩২৭১)"
এটি হলো মূল হাদিস
হাদিসের মান সহীহ !
Sahih Muslim (islamic Foundation 3273)
or , (islamic Center 3271)
যাদের রুচির মদ্ধে সারাদিন খালি সেক্স সেক্স আর সেক্স ঘোরে ওরা শুধু সেক্স সেক্স সেক্স ছাড়া আর কিছু দেখবেনা ।
এখানে শিক্ষানীয় অনেক কিছূ আছে ।
আসুন দেখি কি শিক্ষানীয়....
আমরা এই হাদিস থেকে ”অতএব তোমাদের কেউ কোন স্ত্রীলোক দেখতে পেলে সে যেন তার স্ত্রীর নিকট আসে। কারণ তা তার মনের ভেতর যা রয়েছে তা দূর করে দেয়”
এই অংশ থেকে শিখতে পাই একজন মানুষ যেহেতু তার ভিতরে সেক্স শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন ... কোন নারী কে দেখে তার সেক্স কামনাভাব উঠতেই পারে । এটা অস্বাভাবিক কিছু নয় । বরং যদি না উঠেসেক্ষেত্রে আমি তাকে বলবো তার ডাক্তার দেখানো দরকার । রাসূল সা: ও মানুষ এর বাহিরে নন । তিনিও তো মানুষ । আপনার একটা মহিলা কে দেখলে যদি কোন কু চিন্তা আসে সেই কু চিন্তা ঝেরে ফেলুন নিজের হালাল পন্থা ব্যাবহার করে মানে , নিজের স্ত্রি কে ব্যাবহার করে । রাসূল সা: সেটিই করেছেন ... নিজের স্ত্রি কে ব্যাবহার কেরে উনি পর নারীর উপর থেকে চোখ সরিয়ে নিয়েছেন । এতে উনি কোন গুনাহের কাজ করেন নি । সমস্ত মুসলমানদের শিক্ষা দিলেন এর মাদ্ধমে .. কোন পর নারি দেখে সেক্স উঠে গেলে আসলে কি করা ভালো !
আর এই সমস্ত কুরুচি পূর্ন নাস্তিকগুলো আসলে ধান্দায় তাদের ভুল ধরা , তাই রাসূল সা: এর ভালো কাজ কে ওরা পুরোটা না বর্ণনা করে শুধু সেক্স টা মানুষের সামনে উপস্থাপনা করে । আল্লাহ এদের কে হেদায়াত দিক ! আমিন !


0 Comments