বিসমিল্লাহির রাহমানির রাহিম
আফ্রিকা মহাদেশের উত্তর-পূর্ব কোণে অবস্থিত মিশর । বর্তমান মিশরের আয়তন ৩ লক্ষ ৮৬ হাজার ৬৬০ মাইল । 
এর মধ্যে  ৫ শতাংশ জমি বাস বা কৃষিযোগ্য বাকি সমগ্র অংশ মরুভূমি । এখানকার প্রধান ধর্ম ইসলাম ও কপটীয় খ্রিষ্ট । মিশরের সমস্ত ভূমি নীল নদ উপত্যকা ও পলিমাটি সমৃদ্ধ বদ্বীপ এলাকায় সীমাবদ্ধ । এখানে ভূমধ্যসাগরীয় উপকূলে সামান্য ৮’’ ইন্চি বা তার কম বৃষ্টিপাত হয় । 
মূল মিশর আসওয়ান থেকে কায়রো পর্যন্ত দশ মাইল প্রশস্ত ও ৭০০ মাইল লম্বা এক ভুখন্ড । নীলনদের উভয় তীরের পাহাড়গুলো 400-1200 ফুট উচু  । এ নদীর জমা পলিমাটি কয়েক ফুট থেকে আরম্ভ করে অনেক অনেক গভীরে আছে ।
এ দেশটির দু’দিকেই পূর্বে এবং পশ্চিমে মরুভুমি থাকায় সে প্রাচীনকালে পণ্য সুষ্টুভাবে চলাচলের জন্য নদী পথই একমাত্র পরিবহন । এছাড়াও দেশটিতে কাঠের অভাবে মিশর সমৃদ্ধগামী শক্তিতে পরিনত হয় নি ।
মিশরীয় বাণিজ্যিক ও সামরিক ক্রিয়াকলাপ শুরু হয় ২৫০০ খ্রিষ্টাপূর্বাব্দ থেকে ।
প্রাচীন সভ্যতার ইতিহাস 
প্র্রকাশনী: গ্রন্থ কুটির
রমজান আলি আকন্দ
পৃষ্ঠা:৮২
 

 
 
0 Comments