নীল নদ মিশরের প্রধান নদী । গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস তার ‘ইতিবৃত্ত’ গ্রন্থে নীলনদের উল্লেখ্য করেছেন । নীল নদ আসওয়ান বা প্রথম জলপ্রভাত নাব্য এবং নীলনদের বদ্বীপে ডামিয়েট্টা সবচেয়ে বড় ।
এটি উগান্ডার ভিক্টোরিয়া হ্রদের উত্তরদিকে প্রভাবিত হয়েছে । এটি প্রায় 4115 মাইল আফ্রিকার নাট দেশের বুরুন্ডি , রোয়ার টাংগানিয়া ,  কেনিয়া , উগান্ডা , জায়ার , সুদান ইথিওপিয়া ও মিশরের মধ্যে ১,১৫,০০০ বর্গ মাইল খাতে দক্ষিণে জল সংগ্রহ করে 935 মাইল 1500 কি.মি. উত্তমুখি প্রবাহিত হয়ে ভুমধ্য সাগরে পড়েছে ।বর্তমান মরুভুমি তখনকার গহীন অরন্য এ নীল নদ তীরবর্তী এলাকায় আজ থেকে 7000 বছর পূর্বে মিশরীয় সভ্যতার উদ্ভব হয় ।
ঐতিহাসিক বি. জি. ফ্রেজার এর মতে , তখন মিশরের জনবসতি সবটাই ছিল বন্যাবিধৌত  এলাকা । প্রচীন আফ্রিকার যেসব জাতি কৃষি ও পশুপালন প্রক্রিয়া রপ্ত করে তাদের মধ্যে নীলনদের অববাহিকার লোকেরা ছিল অগ্রগামী এবং এ স্থানের নাম হয় মিশর ।
 

 
 
0 Comments