ইফকের ঘটনার সকল অভিযোগের জবাব

বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামুয়ালাইকুম ,
মূলত , নাস্তিকদের প্রশ্ন শুনলে মনে হয় .. প্রশ্ন করার জন্য আসলেই তেমন কোন বিদ্যার প্রয়োজন হয় না ।
তবে উত্তর দেওয়ার জন্যই বিদ্যার প্রয়োজন হয় ।
ডক্টর জাকির নায়েক যখন প্রশ্নের উত্তর গুলো দেন তখন আমার উপরের কথা গুলোই মনে হয় ।
নাস্তিকরা ইফক এর ঘটনা গুলো নিয়ে কি মিথ্যাচার করে জানেন ?
প্রথমেই আমাদের ইফক এর ঘটনা কি তা জানতে হবে । যদি জানেন তাহলে সমস্যা নেই । তবে যারা জানেন না তাদের জন্য । ইফক এর ঘটনা জানতে এই খানে ক্লিক করে পরুন ।
সে যাই হোক চলুন এবার দেখে আসি , আসলে নাস্তিকরা কি অভিযোগ তুলেছে

নাস্তিকরা তারা যেটা অভিযোগ দেখায় তা হল “ আয়েশা রা: খারাপ কাজ;ই যদি না’ই করতো তাহলে ১মাসের বেশি অপেক্ষা করলেন কেন ?

তাদের প্রশ্নের উত্তর আমি এভাবে দিবো দেখুন:-
(১) রাসূল সা: যদি আয়াত নিজেই না বানাতেন তাহলে একমাস ভেবে , ১ মাস অপেক্ষা করতেন না । কারন একটা আয়াত বানাতে সময় লাগার কথা নয় । শুধু বলে দিলেই হয়ে যায় আয়েশা রা: নিষ্পাপ !
(২) রাসূল সা: যদি আয়াত রচনা করে মিথ্যা কথা বলতেন তাহলে আয়েশা রা: ঠিকই বুঝতে পারতেন রাসূল সা: আল্লাহর রসূর নন । 

(৩) অহী নাযিল হওয়ার আগেও কিন্তু রাসূল সা: মা আয়েশা রা: কে বলেছিলেন তওবা পরার কথা । যদি তিনি আয়াত বানাতেন নিশ্চয় তাহলে এই কথা বলতেন না ।
এটার আরও বিস্তারিত ভাবে পাবেন :
              আল বিদায়া ওয়ান নিহায়া 4র্থ খন্ড
                  পূষ্ঠা: 293-301
                  ইসলামিক ফাউন্ডেশন
                                                     সিরাতে আয়েশা (সাইয়েদ সুলাইমান নদভী {রহ:})
                                                      পূষ্ঠা 120-133 (রাহনুমা প্রকাশনী)

বন্ধুগন , এই কারন গুলো যখন নাস্তিকদের সামনে তুলে ধরা হবে ওরা পালিয়ে যাওয়া  ছাড়া আর কোন উপায় পাবেনা । এই উত্তর গুলো কিন্তু ওরাও জানে কিন্তু সমস্যা একটাই ওরা মানুষকে পথভ্রষ্ট করতে চায় ।

Post a Comment

0 Comments