অ্যানেলিডা (Annelida) -- অমেরুদন্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস

স্ভাব ও বাসস্থান:
পৃথিবীর প্রায় সকল নাতিশীতোষ্ন ও উষ্নমন্ডলীয় এলাকাায় এই পর্বের প্রাণীদের পাওয়া যায় ।
এদের বহু প্রজাতি স্বাদু পানিতে এবং কিছু প্রজাতি অগভীর সমুদ্রে বাস করে । এই পর্বের বহু প্রাণী সেতসেতে মাটিতে বসবাস করে । কিছু প্রজাতি পাথর ও মাটিতে গর্ত খুড়ে বসবাস করে ।

সাধারণ বৈশিষ্ট্য:
* দেহ নলাকার ও খন্ডায়িত ।
* নেফ্রিডিয়া নামন রেচন অংগ থাকে ।
* প্রতিটি খন্ডে সিটা (জোকে থাকে না) । সিটা চলাচলে সহায়তা করে ।
উদাহরণ:
কেচো , জোক ।

Post a Comment

0 Comments