এই পর্বটি প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব । এরা পৃথিবীর প্রায় সর্বত্র সকল পরিবেশে বাস করতে সক্ষম । এদের বহু প্রজাতি অন্ত:জীবী ও বহি: ৎপরজীবী হিসেবে বাস করে । বহু প্রাণী স্থলে , স্বাদু পানি ও সমুদ্রে বাস করে । এ পর্বের অনেক প্রজাতির প্রাণ িডানার সাহায্যে েউড়তে পারে ।
সাধারণ বৈশিষ্ট্য:
* দেহ বিভিন্ন ও সন্ধিযুক্ত উপাংগ বিদ্যমান ।
* মাথায় একজোড়া পুণ্জাক্ষি ও অ্যান্টেনা থাকে ।
* নরম দেহ কািইটিন সমৃদ্ধ শক্ত আবরণী দ্বারা আবৃত ।
* দেহের রক্তপূর্ণ গহ্বর হিমোসিল নামে পরিচিত ।
যেমন: প্রজাপতি , চিংড়ি , আরশোলা , কাকড়া

0 Comments