ইসলাম এর বয়স মাত্র ১৪০০ বছর পৃথীবির শুরু থেকে কই ছিল ?

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুয়ালাইকুম , বন্ধুগন কেমন আছেন সবাই ? আলহামদুল্লিাহ আমি ভালো আছি আশা করি সবাই ভালো আছেন । আমি নাস্তিকদের বিরুদ্ধে আজকে একটি জবাব নিয়ে আসলাম । তারা মূলত একটি প্রশ্ন প্রয়ই করে থাকে যে “ইসলাম যদি প্রাচীণ ধর্ম হয়ে থাকে তাহলে ১৪০০ বছর মাত্র বয়স  কেন ? এর আগে কোথায় ছিল ?
নাস্তিকদের এই প্রশ্নের উত্তর আমি দেওয়ার আগে বলব , তারা কোরআন ঠিক ভাবে পরেন নি । কারন কোরআন থেকে যেমন জানতে পেরেছে মুহাম্মাদ সা: এর কথা ওমনি কোরআন থেকেই প্রমান হবে ইসলাম প্রাচীণ ধর্ম ।
দেখুন , একটু লক্ষ্য করে মুসা আ: এর জামানায় ফেরাউনের মুসলমান দাবী করার কথাই নয় কারন , নাস্তিকদের যুক্তি অনুযায়ী ইসলাম ধর্মের বয়স ১৪০০ বছর । ইসলাম ধর্মের বয়ষ ১৪০০ বছর হলে ফেরাউন মরার সময় কখনোও বলতে পারতো “আমি মুসলিম দের অন্তভূক্ত” ??? প্রশ্ন নাস্তিকদের কাছে ?
রেফারেন্স ???
লাগবে ?
দিচ্ছি
ফেরাউন কে যখন আল্লাহ রাব্বুল আলামিন পানিতে চুবালেন তখন ফেরাউন বলল “ আমানাত বিহি বনু  ইসরইল ওয়ানা মিনাল মুসলিমিন”
এই যে এখানে পরিষ্কার ভাবে বলা আছে “আমি ইমান আনছি বনী ইসরাইলগন যার উপরে ঈমান এনেছে তিনি ছাড়া কোন সত্য মাবুত নেই এবং আমি মুসলমানদের অন্তভুক্ত”
সুরা ইউনুস: 11 পারা ১০ নাম্বার সূরা 90 নাম্বার আয়াত



যাই হোক না কেন ,বুঝাতো গেল মুসলান জাতি বনী ইসরাঈল দের কেও বলা হত । আর ওরাও ইসলাম ধর্মের ভিতরে ছিল । 
আবারো আল্লাহ তায়ালা বলেন:
আর সমস্ত মানুষ একই উম্মতই ছিল, অত:পর তারা মতভেদ সৃষ্টি করলো 
সুরা ইউনুস:১৯ নাম্বার আয়াত
আবার দেখুন
বলুন, আমি তো কোন নতুন রসূল নই। আমি জানি না, আমার ও তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। আমি কেবল তারই অনুসরণ করি, যা আমার প্রতি ওহী করা হয়। আমি স্পষ্ট সতর্ক কারী বৈ নই।
সূরা আহক্বাফ ৯ নাম্বার আয়াত
আবার ইব্রাহিম আ: কে নিয়ে আল্লাহ তায়ালা কি বলেছেন.....
তোমরা তোমাদের পিতা ইব্রাহীমের দ্বীনে কায়েম থাক। তিনিই তোমাদের নাম রেখেছেন “মুসলিম” , পূর্বেও এবং এই কোরআনেও, যাতে রসূল তোমাদের জন্যে সাক্ষ্যদাতা এবং তোমরা মানবজাতির সাক্ষ্যদাতা হও। “
সূরা হাজ্জ ৭৮ নাম্বার আয়াত
আবারোও দেখুন মুহাম্মাদ সা: কে শেষ নবী বলা হয়েছে শেষ নবী মানে অবশ্যই বুঝাচ্ছে এর আগে কোন না কোন নবী ছিল । তাহলে নবী যদি থাকে অবশ্যই ইসলাম ধর্মও ছিল । আল্লাহ তায়ালা বলেন...
মুহাম্মদ তোমাদের কোন ব্যক্তির পিতা নন; বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী। আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।
[সূরা আহযাব, আয়াত: ৪০









সুতরা, যে সমস্ত নাস্তিক গুলো আবল থেকে তাবল বকে এদের কথায় কান না দিয়েএদের কে ইলম দিয়ে জবাব দিয়ে দিন । নাস্তিকদের এই সমস্ত অভিযোগের কোন ভিত্তি নেই ।













Post a Comment

0 Comments