কর্ডাটা (Chordata)

স্বভাব ও বাসস্থান:
এরা পৃথিবীর সকল পরিবেশে বাস করে । এদের বহু প্রজাতি ডাংগায় বাস করে । জলচর কর্ডাটাদের মধ্যে বহু প্রজাতি স্বাদু পানিতে অথবা সমুদ্রে বাস করে । বহু প্রজাতি বৃক্ষবাসী , মরুবাসী , মেরুবাসী , গুহাবাসী , ও খেচর । কর্ডাটা পর্বের বহু প্রাণী বহি:পরজীবী হিসেবে অন্য প্রাণীর দেহে সংলগ্ন হয়ে জীবনযাপন করে ।
সাধারণ বৈশিষ্ট্য
* এই পর্বের প্রাণীর সারা জীবন অথবা ভ্রূণ অবস্থায় পৃষ্ঠীয়দেশ বরাবর নটোকর্ড অবস্থান করে । নটোকর্ড হলো একটা নরম , নমনীয় , দন্ডাকার , দৃঢ় ও অখন্ডায়িত অংগ ।
* পৃষ্টদেশে একক , ফাপা স্নায়ুরজ্জু  থাকে ।
* সারা জীবন অথবা জীবন চক্রের কোন এক পর্যায়ে পাশ্বীয় গলবিলীয় ফুলকা ছিদ্র থাকে ।
যেমন: মানুষ , কুনোব্যাংগ , রুই মাছ ।
কর্ডাটা পর্বকে আবার ৩ ভাগ ভাগ করা হয়েছে:-

Post a Comment

0 Comments