স্ভাব ও বাসস্থান:
পৃথিবীর প্রায় সকল এলাকায় এই পর্বের প্রাণী দেখা যায় । এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক । তবে অনেক প্রজাতি খাল, বিল, নদী , হ্রদ , ঝরণা ইত্যাদিতে দেখা যায় । এই পর্বের প্রাণীগুলো বিচিত্র বর্ণ ও আকার-আকৃতির হয় । এদের কিছু প্রজাতি এককভাবে আবার কিছু প্রজাতি দলবদ্ধভাবে কলোনি গঠন করে বাস করে । এরা সাধারণত পানিতে ভাসমান কাঠ, পাতা বা অন্য কোন কিছুর সংগে দেঞকে আটকে রেখে বা মুক্তভাবে সাতার কাটে ।
সাধারণত বৈশিষ্ট্য:-
* দেহ দুটি ভ্রূনীয় কোষস্তর দ্বারা গঠিত । দেহের বাইরের দিকের স্তরটি এক্টোডার্ম এবং ভিতরের স্তরটি এন্ডোডার্ম ।
*দেহ গহ্বরকে সিলেন্টেরন বলে । এটা একাধারে পরিপাক ও সংবহনে অংম নেয় ।
*এক্টোডার্মে নিডাব্লাস্ট নামে বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে । এই কোষগুলো শিকার ধরা , আত্মরক্ষা , চলন ইত্যাদি কাজে অংশ নেয় ।
যেমন: Hydra , Obelia



0 Comments