একাইনোডারমাটা (Echinodermata)--অমেরুদন্ডী প্রাণীর শ্রেণিবিন্যাস

স্ভভাব ও বাসস্থান:-
এই পর্বের সকল প্রাণী সামুদ্রিক । পৃথিবীর সকল মহাসাগরে এবং সকল গভীরতায় এদের বসবাস করতে দেখা যায় । এদের স্থলে বা মিঠা পানিতে পাওয়া যায় না । এরা অধিকাংশ মুক্তজীবী ।

সাধারণ বৈশিষ্ট্য:-
*দেহত্বক কাটাযুক্ত  ।
*দেহ পাচটি সমান ভাগে বিভক্ত ।
*পানি সংবহনতন্ত্র থাকে এবং নালিপদের সাহায্যে চলাচল করে ।
* পূর্ণাংগ প্রাণীতে ,   অংকীয় ও পৃষ্টদেশ নির্ণয় করা যায় কিন্তু মাথা চিহ্নিত করা যায় না ।
যেমন: তারামাছ , সমুদ্র শশা !


Post a Comment

0 Comments