এই পর্বের প্রাণীদের গঠন , বসস্থান ও স্বভাব বৈচিত্র্যপূর্ণ । এরা পৃথিবীর প্রায় সকল পরিবেশে বাস করে । প্রায় সবাই সামুদ্রিক এবং সাগরের বিভিন্ন স্তরে বাস করে । কিছু কিছু প্রজাতি পাহাড়ি এলাকা, বনেজংগলে ও স্বাদু পানিতে বসবাস করে ।
সাধারণ বৈশিষ্ট্য:-
* দেহ নরম । নরম দেহটি সাধারণত শক্ত খোলস দ্বারা আবৃত থাকে ।
*পেশিবহুল পা দিয়ে এরা চলাচল করে ।
*ফুসফুস বা ফুলকার সাহায্যে শ্বসনকার্য চালায় ।
যেমন: শামুক , ঝিনুক ।

0 Comments