স্ভাব ও বাসস্থান:
এই পর্বের অনেক প্রাণী অন্ত:পরজীবী হিসেবে অন্ত্র ও রক্তে বসবাস করে । এসব পরজীবী বিভিন্ন প্রাণী ও মানবদেহে বাস করে নানারকম ক্ষতি সাধন করে । তবে অনেক প্রানীই মুক্তজীবী যারা পানি ও মাটিতে বাস করে ।
সাধারণ বৈশিষ্ট্য:
* দেহ নলাকার ও পুরু ত্বক দ্বারা অবৃত ।
* পৌষ্টিকনালি সমপূর্ণ , মুখ ও পায়ু ছিদ্র উপস্থিত ।
* শ্বসনতন্ত্র ও সংবহনতন্ত্র অনুপুস্থিত ।
* সাধারণত একলিংগ ।
* দেহ গহ্বর অনাবৃত ও প্রকৃত সিলোম নাই ।
যেমন: গোলাকৃমি , ফাইলেরিয়া কৃমি ।

0 Comments