এই পর্বের বহু প্রজাতি বহি:পরজীকি কা অন্ত:পরজীবী হিসেবে অন্য জীবদেহের বাইরে বা ভিতরে বসবাস করে । তবে কিছু প্রজাতি মুক্তজীবী হিসেবে স্বাদু পানিতে আবার কিছু প্রজাতি লবণাক্ত পানিতে বসবাস করে । এই পর্বের কোন কোন প্রাণী ভেজা ও সেতসেতে মাটিতে বসবাস করে ।
সাধারণ বৈশিষ্ট্য:
* দেহ চ্যাপ্টা উভলিংগ ।
* বহি:পরজীবী বা অন্ত:পরজীবী ।
* দেহে পুরু কিউটিকল দ্বারা আবৃত ।
* দেহে চোষক ও আংটো থাকে ।
* দেহে শিখা অংগ নামে বিশেষ অংগ থাকে , এগুলো রেচন কেরে অংগ হিসেবে কাজ করে ।
* পৌষ্টিকতন্ত্র অসমপূর্ণ বা অনুপুস্থিত ।
যেমন: যকৃত কৃমি , ফিতা কৃমি ।


0 Comments