স্ভাব ও বাসস্থান:
পরিফেরা পর্বের প্রাণিরা সাধারণত স্পন্জ নামে পরিচিত । পৃথিবীর সর্বত্রই এদের পাওয়া যায় । এদের অধিকাংশ প্রজাতি সামুদ্রিক । তবে কিছু কিচু প্রাণী স্বাদু পানিতে বাস করে । এরা সাধারণত দলবদ্ধ হয়ে বসবাস করে ।
সাধারণ বৈশিষ্ট্য:
* সরলতম বহুকোষী প্রাণী
* দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত । এই ছিদ্রপথে পানির সাথে অক্সিজেন ও খাদ্যবস্তু প্রবেশ করে ।
* কোন পৃথক সুগঠিত কলা, অংগ ও তন্ত্র থাকে না ।
উদাহরন: Spongilla , Scypha


0 Comments