(ক) এদের দেহত্বক আঁইশবিহীন।
(খ) ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
(গ) এরা শীতল রক্তের প্রাণী।
(ঘ) এরা পানিতে ডিম পাড়ে। এদের জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
উদাহরণ : সোনাব্যাঙ, কুনোব্যাঙ।
(খ) ত্বক নরম, পাতলা, ভেজা ও গ্রন্থিযুক্ত।
(গ) এরা শীতল রক্তের প্রাণী।
(ঘ) এরা পানিতে ডিম পাড়ে। এদের জীবনচক্রে সাধারণত ব্যাঙাচি দশা দেখা যায়।
উদাহরণ : সোনাব্যাঙ, কুনোব্যাঙ।
কাজ : লইট্যা মাছ, রূপচাঁদা, পোয়া মাছ, কোরাল মাছ, পাবদা, কৈ, শিং, মাগুর মাছ সংগ্রহ কর। এগুলো কোন শ্রেণিভুক্ত মাছ। এদের বৈশিষ্ট্যগুলো শনাক্ত কর।


0 Comments