কোষের বাহিরে যা থাকে তার নাম কোষ ঝিল্লি ।
আবরোও কোষের মদ্ধ্যে আরেকটি জিনিষ থাকে একদম নিউক্লিয়াস এর মদ্ধ্যে আরেকটি গোল্লা থাকে যার নাম নিউক্লিউলাস ।
মানুষের শরীরে সাধারণত অ্যামাাইটোসিস এবং মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজিত হয় ।
নিচের লিখা গুলো পরার আগে মাতৃ কোষ ও অপত্য কোষ সমন্ধে জেনে নিন ।
জীবদেহে ৩ ধরনের কোষ বিভাজন দেখা যায়, যথা:
1. অ্যামাইটোসিস (amitosis) প্রত্যক্ষ
2.মাইটোসিস(Mitosis) পরোক্ষ
3.মিয়োসিস হ্রাসমূলক
এখন আমরা একটু জানবো সাইটোকাইনেসিস নিয়ে । আসলে সাইটোকাইনেসিস টা আসলেই কি ?
নিউক্লিয়াসের বিভাজন নিয়ে তো কিছু প্রক্রিয়া জানলাম । নিউক্লিয়াসের বিভাজন শেষ হওয়ার সাথে সাথে সাইটোকাইনেসিস শুরু হয়ে যায় । প্রকৃতপক্ষে টেলোফেজ এর দশাতেই সাইটোকাইনেসিস শুরু হয় । টেলোফেজ ধাপের শেষে বিষুবীয় তলে এন্ডেপ্লাজমিক জালিকার ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো জমা হয় এবং পরে এরা মিলিত হয়ে কোষপ্লেট গঠন করে । কোষপ্লেট পরবর্তিত ও পরিবর্ধিত হয়ে কোষপ্রাচীর গঠন করে ।ফলে একটি মাতৃকোষ থেকে দুটি অপত্য কোষ সৃষ্টি হয় ।

0 Comments