অভিস্রবণ






অভিস্রবণের উদাহরণ দিতে বলা যেতে পারে এর মাঝখানে একটি বেষম্যভেদ্য পর্দা থাকে ।

ব্যাপনের সিস্টেম টা আমরা জানি বেশি থেকে কমের দিকে আসে । আর অভিস্রবণে কম থেকে বেশির দিকে যাবে  অণু ! এটিই হল অভিস্রবণ ।

বলা যেতে পারে,
একই তাপমাত্রা ও চাপে একই ধ্রাবক বিশিষ্ট ২ টি ভিন্ন ঘনত্বের   ধ্রবণ ১টি বৈষম্যযুক্ত ঝিল্লি দিয়ে পৃথক করে রাখলে যে প্রক্রিয়ায় কম ঘনত্বপূর্ণ এলাকা থেকে বেশি ঘনত্বপূর্ণ এলাকায় অণু প্রবেশ করবে তাকে অভিস্রবণ বলে ।



অভিস্রবণ ২ প্রকার । যথা:
1. অন্ত অভিস্রবণ (ভিতরের দিকে প্রবেশ করবে) Inner
2.বহি:অভিস্রবণ (বাহিরের দিকে প্রবেশ করবে) Outer










ইমবাইবেশন কি?

Post a Comment

0 Comments