তারা কিন্তু এটা আমরা সবাই জানি , আমরা স্রষ্টার সাথে কাওকে তুলনা করতে পারিনা ।
পবিত্র কোরআন এটির জলন্ত প্রমান ।
যেমন পবিত্র মহাগ্রন্থ আল কোরআন বলছে:-
তিনিই সর্বোচ্চ এবং সর্বাপেক্ষা মহান। সূরা বাকারা ২৫৫ নাম্বার আয়াত
বাইবেল আমাদের আবার জানালো সেখানেও এক ইশ্বরবাদীদের কথা বলা হয়েছে + স্রষ্টার সাথে কাওকে তূলনা না করার কথাও বলা হয়েছে ।
যেমন বাইবেল বলছে,
                                      ”তোমরা অবশ্যই কোন প্রতিমা তৈরি করবে না । আকাশের ওপরের কোন কিছুর অথবা জলের নীচের কোন কিছুর মূর্ত্তি অথবা ঝবি তোমরা তৈরি করবে না ।
তোমরা অন্য কোনও প্রকার মূর্ত্তির পূজা অথববা সেবা করবে না । কেন ? কারণ আমি প্রভু তোমাদের ইশ্বর । আমার লোকদের অন্য কোন দেবতার পূজা করাকে আমি ঘৃণা করি  । আমার বিরূদ্ধে যে সব লোক পাপ কাজ করে তারা আমার শত্রু তে পরিণত হয় এবং এমনকি তাদের প্রপৌত্র, প্রপৌত্রীদেরও শাস্তি দেব ।”
                                     এটি আছে বাইবেল এর Book Of deuteronomy ৬ নং অধ্যায় , ৭,৮ অনুচ্ছেদ ।
একই কথা আছে book Of Judas >> 20 নং অধ্যায় , ২-৫ নং অনুচ্ছেদ ।
 

 
 
0 Comments