বাইবেলে রক্ত পান নিষিদ্ধ

বাইবেলেও রক্ত পান কে নিষিদ্ধ করতে বলা হয়েছে ।
যেমন বলা হয়েছে:-

   >> যে  মাংসের মধ্যে সেই প্রাণীর প্রাণ (রক্ত) আছে সেই মাংস কখনও খাবে না । 
    Bible Old Testament Book Of Genesis (9/4)

এছাড়াও আছে,

             >> প্রতিটি প্রাণীর রক্তেই তার জীবন রযেছে| তাই আমি ইস্রায়েলের লোকদের এই আদেশ দিচ্ছি; তারা যেন কোন প্রাণীর রক্ত না খায়! কোন ব্যক্তি যদি রক্ত খায় অবশ্যই সে তার লোকদের থেকে বিচ্ছিন্ন হবে|

Bible Old Testament Book Of Leveticus (17/14)


এছাড়াও আছে,

 >>কিন্তু তোমরা অবশ্যই রক্ত খাবে না| ঠিক জলের মতোই রক্তটাকে তোমরা মাটিতে ঢেলে ফেলবে|

 Bible Old Testament Book Of Deuteronomy (12/16)

এছাড়াও আছে,

 >> তোমরা প্রতিমার সামনে উত্‌সর্গ করা কোন খাদ্যবস্তু খাবে না, রক্ত এবং গলা টিপে মারা কোন প্রাণীর মাংস খাবে না, আর যৌন পাপ কর্ম থেকে দূরে থাকবে৷তোমরা যদি নিজেদের এর থেকে দূরে রাখ তাহলে তোমাদের মঙ্গল হবে৷
  Bible New Testament Book Of Acts (15/29)




Post a Comment

0 Comments