হাদীস শরিফে আছে,
ধসে যাওয়ার নিদর্শন:-
হযরত ফালান ইবনে মাআ’ফেরী হতে বর্ণিত যে, তিনি আবু ফারেস থেকে শুনেছেন যে, তিনি হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাযিয়াল্লাহু আনহু কে বলতে শুনেছেন যে, যখন খোলা প্রান্তর সৈন্য সহকারে ধসে যাবে, আর সেটাই মাহদী আলাইহিস সালামের অবির্ভাবের আলামত বা নিদর্শন।
نعيم بن حماد - ٩٥٠
حدثنا ابن وهب عن
ابن لهيعة عن فلان المعافري سمع أبا فراس
سمع عبد الله بن عمرو ويقول إذا خسف
بجيش بالبيداء فهو علامة خروج المهدي
আল ফিতান হাদীস নং: 950
একে অপরের মুখে থুথু নিক্ষেপ করা:-
হযরত আলী রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন ততক্ষণ পর্যন্ত মাহদী আলাইহিস সালাম বের হবে না। যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরের চেহারায় থুথ নিক্ষেপ কর।
عن علي قال لا يخرج
المهدي حتى يبصق بعضكم في وجه بعض
Al Fitan hadith no.960
দামেস্কের মসজিদের পূর্ব দিকের দু’টি দেওয়াল ধসে যাবে :-
হযরত আম্মার ইবনে ইয়াসীর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন মাহদী আলাইহিস সালামের অবির্ভাবের আলামত হল- যখন তুর্কি জাতি তোমাদের উপর ঝাপিয়ে পড়বে। আর তোমাদের ঐ খলীফা মারা যাবে যে মাল সম্পদ জমা করেছিল। আর তার পরে দূর্বল একজন শাসক তার স্থলাভিষিক্ত হবে। দ্ইু বছর পর তার বাইয়াত নষ্ট হয়ে যাবে। দামেস্কের মসজিদের পূর্ব দিকের দুটি দেয়াল ধসে যাবে। সিরিয়া হতে তিনটি দলের বহিপ্রকাশ। পূর্ব দিকের অধিবাসীদের মিসরের দিকে যাওয়া। আর সেটা সুফইয়ানীর আমারত বা নিদর্শন।
حدثنا رشدين عن ابن لهيعة قال حدثني أبو زرعة عن ابن زرير
عن عمار بن ياسر رضى الله عنه قال علامة المهدي
إذا انساب عليكم الترك
عن عمار بن ياسر رضى الله عنه قال علامة المهدي
إذا انساب عليكم الترك
হাদীস নং 963
আল ফিতান
ফোরাত নদীর নিদর্শন:-
হযরত আবু হুরাইরা রাযিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণনা করেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন স্বর্ণ ও রৌপ্যের পাহাড় থেকে ফুরাত (নদী) কে খুলে দেওয়া হবে। অতপর সেখানে প্রত্যেক নয় জনের সাত জনকে হত্যা করা হবে। যদি তোমরা উক্ত ঘটনা পাও, তাহলে তোমরা উহার নিকটবর্তী হইও না।
حدثني غير
واحد عن ابن عياش عن يحيى بن أبي عمرو
عن أبي هريرة رضى الله عنه عن النبي صلى
الله عليه وسلم قال يحسر الفرات عن جبل من ذهب وفضة فيقتل عليه من كل تسعة سبعة فإن
أدركتموه فلا تقربوه
আল ফিতান হাদীস নং:969
হযরত কা’ব রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন ফুরাতের কিনারা সিরিয়ার কিনারায় অথবা তার একটু পরে হবে। সেখানে অনেক ভীড় হবে। অতপর সেখানে তারা মাল সম্পদের উপর যুদ্ধ করবে। অতপর সেখানে প্রত্যেক নয় জনের সাত জনকে হত্যা করা হবে। আর সেটা ঘটবে রমজান মাসে হিদা ও ওয়াহিদার (শব্দ ও জীর্ণ এর) পর। এবং তিনটি ঝান্ডাবাহী দলের পৃথকীর পর। যারা প্রত্যেকেই নিজের জন্য ক্ষমতা চাইবে। তাদের মধ্যে একজন ব্যক্তি থাকবে যার নাম হবে আব্দুল্লাহ।
حدثنا عبد الله بن مروان عن أرطاة عن تبيع
عن كعب قال تكون ناحية الفرات في
ناحية الشام أو بعدها بقليل
مجتمع عظيم فيقتتلون على الأموال
فيقتل من كل تسعة سبعة
وذاك بعد الهدة والواهية في شهر رمضان
وبعد افتراق ثلاث رايات يطلب كل واحد منهم
الملك لنفسه فيهم رجل اسمه عبد الله
আল ফিতান হাদীস নং:971

0 Comments