আমরা এটা জানি যে , ইসলাম ধর্মে , বিপরীত লিংগের পোশাক , পরতে চূড়ান্ত ভাবে নিষেধ করা হয়েছে ।
শুধু এটি ইসলাম ধর্মে নয় , বাইবেলেও নিষেধ করা হয়েছে । আপনি যদি বাইবেল পরেন , তাহলে এ বিষয়ে আপনি নিজেও অনেক কিছু জানতে পারবেন ।
সেখানে , Old Testament এর ভিতরে Book Of Detornomy 22/5 এ আছে,
>> “স্ত্রী লোক কখনোই পুরুষদের পোশাক পরবে না এবং পুরুষরাও কখনোই স্ত্রী লোকদের পোশাক পরবেনা । যদি এই কাজ কেও করে তাহলে সে প্রভূ তোমাদের ঈশ্বরের কাছে ঘৃণার পাত্র ।”
Bible Old Testament>Book Of Detornomy 22/5
এছাড়াও আপনি এটি New Testament এও পাবেন । যেমন আছে:-
অনুরূপভাবে আমি চাই নারীরা য়েন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে৷ তারা নিজেদের য়েন শৌখিন খোঁপা করা চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামী পোশাকে না সাজায়৷
Bible New Testament First Timothy 2/9
এছাড়াও বলা আছে , স্ত্রী লোক যদি মাথা না ঢাকে তবে শাস্তি হবে । যেমন;-
স্ত্রী লোক যদি তার মাথা না ঢাকে তবে তার চুল কেটে ফেলাই উচিত । কিন্তু চুল কেটে ফেলা বা মাথা ন্যড়া করা যদি স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয় হয়, তবে সে তার মাথা ঢেকে রাখুক ।
Bible New Testament 1.Corinthians (11/5-6)
অনুরূপভাবে আমি চাই নারীরা য়েন ভদ্রভাবে ও যুক্তিযুক্তভাবে উপযুক্ত পোশাক পরে তাদের সজ্জিত করে৷ তারা নিজেদের য়েন শৌখিন খোঁপা করা চুলে বা সোনা মুক্তোর গহনায় বা দামী পোশাকে না সাজায়৷
Bible New Testament First Timothy 2/9
এছাড়াও বলা আছে , স্ত্রী লোক যদি মাথা না ঢাকে তবে শাস্তি হবে । যেমন;-
স্ত্রী লোক যদি তার মাথা না ঢাকে তবে তার চুল কেটে ফেলাই উচিত । কিন্তু চুল কেটে ফেলা বা মাথা ন্যড়া করা যদি স্ত্রীলোকের পক্ষে লজ্জার বিষয় হয়, তবে সে তার মাথা ঢেকে রাখুক ।
Bible New Testament 1.Corinthians (11/5-6)

0 Comments