বিসমিল্লাহির রাহমানির রাহীম
মুসাদ্দাদ (র) আব্দুল্লাহ রা: তেকে বর্ণিত , তিনি বলেন: নবী সা: বলেছেন যদি দুনিয়ার মাত্র একদিনও বাকী থাকে, তবুও আল্লাহ সেদিনকে এত দীর্ঘ করে দেবেন যে, তাতে আমার থেকে অথবা আহলে-বায়ত তেকে এমন এক ব্যক্তিকে পয়দা করবেন , যার নাম হবে আমার নামের মত এবং তার পিতার নাম হবে - আমার পিতার নামের মত ।
রাবী ফিতর (র) এর হাদীছে এরূপ অতিরিক্ত বর্ণিত হয়েছে যে, সে ব্যক্তি যমীনকে আদল ও ইনসাফে পূর্ণকরবে ।
যেরূপ তা অন্যাায়-অবিচারে পূর্ণ হয়েছিল ।
রাবী সুফিয়ান রা: এর হাদিছে আছে যে , নবী সা: বলেছেন: দুনিয়া ততক্ষন ধ্বংস হবে না, যতক্ষণ না আমার বংশ থেকে একজন আরবের শাসনকর্তা নিযুক্ত হবে। যার নাম হবে আমার নামের মত ।
আবু দাউদ হাদীস নং ৪২৩৩ (ইসলামিক ফাউন্ডেশন)

0 Comments