ইমাম মাহদী আ: কতবছর জীবিত থাকবেন ?

হাদীস শরিফে আছে,


 হারূন ইবন আব্দুল্লাহ......কাতাদা রা: থেকে বর্ণিত আছে , তিনি বলেন:- মাহদী আ: নয় বছর জীবিত থাকবেন ।


ইমাম আবু দাউদ (র)..বলেন: রাবী মুআয র: এর বর্ণনা ব্যতীত , হিশাম র: এর বর্ণনাতেও নয় বছরের উল্লেখ্য আছে ।       

            আবু দাউদ হাদীস নং: ৪২৩৮ হাদীস (ইসলামিক ফাউন্ডেশন)

Post a Comment

0 Comments