দু’জন ব্যক্তি বেচে থাকবেন বায়দা নামক স্থানে ধসে যাওয়া থেকে

হাদীস শরিফে আছে,


হযরত আবু জা’ফর রাযিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে, তিনি বলেন তাদের নিয়ে ধসে যাবে। (সৈন্যদল নিয়ে যমিন ধসে যাবে।) ফলে বিকারগ্রস্তদের থেকে দুই জন ব্যতীত তাদের কেই বাঁচবে না। তাদের দুই জনের নাম হল, ওবার এবং ওবাইর। তাদের দ্ইু জনের চেহারাকে তাদের পশ্চাতের দিকে ঘুরিয়ে দেওয়া হবে।
نعيم بن حماد - ٩٤١
عن أبي جعفر قال يخسف بهم فلا ينجو منهم إلا رجلان
من كلب اسمهما وبر ووبير تقلب وجوههما في أقفيتهما
আল ফিতান হাদীস নং: ৯৪১
সরাসরি দেখুন>>>

আরও আছে এ বিষয়ে...


হযরত আবু কুবাইল রাযিয়াল্লাহু আনহু হতে বর্র্ণিত যে, তিনি বলেন সুসংবাদ দানকারী ও সতর্ককারী ব্যাতীত তাদের থেকে কেউ বাঁচতে পারবে না। (সুসংবাদ দানকারীর) সুসংবাদ হল যে, মাহদী আলাইহিস সালাম ও তার সাথীরা মক্কায় আসবে। অতপর ঐ ব্যক্তি তাদের সাথে যা ঘটেছে সে ব্যাপারে মানুষকে সংবাদ দিবে। আর তার কথার সত্যতার প্রমান তার চেহারায় থাকবে। আর তা হল তার চেহারা তার পিছনের দিকে ঘুরে যাবে। ফলে মানুষ যখন তার ঘোরানো মাথা দেখবে তখন তার কথা সত্য হিসাবে মেনে নিবে। আর তারা জানবে যে, কওম বা জাতিকে নিয়ে যমিন ধসে গেছে। আর দ্বিতীয়টি হল তার অনুরূপ তার চেহারাও পিছন দিকে ঘোরানো থাকবে। সুফইয়ানী আসবে অতপর সে তার সাথীদের উপর আল্লাহ তা’আলা কি নাযিল করেছেন তা সম্পর্কে সংবাদ দিবে। যখন মানুষ তার মধ্যে আলামত দেখবে তখন তার কথা সত্য হিসাবে মেনে নিবে। আর জানব্ েযে, সে সত্য। আর তার উভয় ব্যাক্তি হবে কালব হতে।

نعيم بن حماد - ٩٤٧
مسلمة
عن أبي قبيل قال لا يفلت منهم أحد إلا بشير ونذير فأما البشير فإنه يأتي
المهدي بمكة وأصحابه فيخبرهم بما كان من أمرهم ويكون شاهد ذلك في وجهه قد حول وجهه
في قفاه فيصدقونه لما يرون من تحويل وجهه ويعلمون أن القوم قد خسف بهم والثاني مثل
ذلك قد حول وجهه إلى قفاه يأتي السفياني فيخبره بما أنزل بأصحابه فيصدقه ويعلم أنه
حق لما يرى فيه من العلامة وهما رجلان من كلب
আল-ফিতান হাদীস নং ৯৪৭

Post a Comment

0 Comments