কুফা থেকে সৈন্য আসবে তাদের অবস্থা কি হবে ?

হাদীসে আছে ..


হযরত যুহরী হতে বর্ণিত যে, তিনি বলেন কূফাবাসীদের থেকে দুটি সৈন্য দল পাঠানো হবে একটি সৈন্যদল পাঠানো হবে মারউ’ এর দিকে। আরেকটি পাঠানো হবে হিজাজের দিকে। হেজাজের দিকে প্রেরিত সৈন্যদলের এক তৃতীয়াংশ (যমিনে) ধসে যাবে। আরেক এক তৃতীয়াংশ জন্তুতে পরিনত হবে। তাদের চেহারা হবে তাদের দুই কাধের মাঝে। (চেহারা থাকবে ডান কাধ বরাবর বা বাম কাধ বরাবর। এভাবে যে,) তারা তাদের যেমনিভাবে পশ্চাতভাগ দেখতে পাবে তেমনিভাবে তারা তাদের সম্মুখভ্গাও দেখতে পাবে। তারা তাদের পায়ের গোড়ালি দিয়ে পিছন দিকে হাটবে। যেমনিভাবে তারা পায়ের সামনের ভাগ দিয়ে হাটতো। (সম্পূর্ণ উল্টা হাটবে।) আর তাদের থেকে এক তৃতীয়াংশ বাকী থাকবে। তারা মক্কার দিকে যাবে।
نعيم بن حماد - ٩٤٤
عبد الله بن مروان عن سعيد بن يزيد عن الزهري
قال يبعث من أهل الكوفة بعثين بعث
إلى مرو وبعث إلى الحجاز فيخسف بثلث بعثه إلى الحجاز
و
ثلث يمسخون
يحول وجوههم بين
أكتافهم يرون أدبارهم كما يرون فروجهم يمشون القهقري بأعقابهم كما كانوا يمشون
بصدور أقدامهم ويبقى الثلث فيسيرون إلى مكة

আল ফিতান:৯৪৪ নাম্বার হাদীস

Post a Comment

0 Comments