একজন খলীফার মৃত্যুর সময় মতানৈক্য দেখা দিলে এবং সে সময় মদীনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে, সেখানকার অধিবাসিগণ তার পার্শে সমবেত হবে এবং তাকে ইমামতি করার জন্য সামনে পাঠাবে । কিন্তু সে ব্যাক্তি তা অপসন্দ করবে । এরপর লোকেরা তার হাতে ‘হাজরে-আসওয়াদ’ ও ‘মাকামে-ইব্রাহীমের’ মাঝে বায়আত গ্রহন করবে ।
আবু দাউদ শরিফ হাদীস নং ৪২৩৭

0 Comments