ইমাম মাহদী আ: এর আত্মপ্রকাশ

হাদীসে আছে,
একজন খলীফার মৃত্যুর সময় মতানৈক্য দেখা দিলে এবং সে সময় মদীনা থেকে এক ব্যক্তি পালিয়ে মক্কায় আসলে, সেখানকার অধিবাসিগণ তার পার্শে সমবেত হবে এবং তাকে ইমামতি করার জন্য সামনে পাঠাবে । কিন্তু সে ব্যাক্তি তা অপসন্দ করবে । এরপর লোকেরা তার হাতে ‘হাজরে-আসওয়াদ’ ও ‘মাকামে-ইব্রাহীমের’ মাঝে বায়আত গ্রহন করবে ।
                  আবু দাউদ শরিফ হাদীস নং ৪২৩৭
 

Post a Comment

0 Comments