ইমাম মাহদী আ: এর আগমণী সংকেত (এক বুরহা)

বিসমিল্লাহীর রাহমানির রাহীম


হাদীস শরিফে আছে,
 صدقة بن خالد عن عبد الرحمن بن حميد عن مجاهد

عن تبيع قال سيعوذ بمكة عائذ
فيقتل ثم يمكث الناس برهة من دهرهم ثم يعوذ آخر فإن أدركته فلا تغزونه فإنه جيش
الخسف



হযরত তাবে’ হতে বর্ণিত যে, তিনি বলেন আশ্রয়প্রাথী আচিরেই মক্কার নিকট আশ্রয় চাইবে। কিন্তু তাকে হত্যা করে দেওয়া হবে। অতপর মানুষ তাদের যুগের কিছু কাল বসবাস করবে। অতপর আরেকজন আশ্রয় চাইবে। যদি তুমি তাকে পাও তাহলে তোমরা তাকে আক্রমন করিও না। কেননা সে ধসনেওয়ালা সৈন্যদলের একজন সৈন্য।
             কিতাবুল ফিতান: ৯৩৫ নাম্বার হাদীস
                                  লিংক>>>

এখানে ১ বোরহা এর ব্যক্ষায় ইবনে আব্বাস রা: বলেছেন: এটি হবে ৩৩ থেকে ৪০ বছরের মদ্ধ্যে ।



১৯৭৯ সনে একজন ব্যক্তি বাইতুল্লাহ তে অংশ গ্রহন করে , এবং সে ঈমাম মাহদী দাবী করে । এর পরে তাকে ওর মদ্ধ্যেই মেরে ফেলা হয় ।>>
হাদীসে উল্লেখিত প্রথম অংশ টি ঘটে গিয়েছে মাত্র কিছু দিন আগে । 
                                             প্রমান:>>>>>>

Post a Comment

0 Comments