বাইবেল যদি আপনি পরেন তাহলে সেখানে দেখবেন , খতনা করার বিষয়টিও আছে ।
বাইবেল ,, এ .. বলা হয়েছে:-
And he made with him the agreement of which circumcision was the sign. And so Abraham had a son, Isaac, and gave him circumcision on the eighth day; and Isaac had a son, Jacob, and Jacob was the father of the twelve heads of the families of Israel.
bible new Testament book Of Acts (7/8)
এখানে circumcision অর্থ হল লিংগ কর্তন ।
bible new Testament book Of Acts (7/8)
এছাড়াও আছে ,
মোশিও তোমাদের সুন্নতের বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ যদিও মুলতঃ সেই বিধি-ব্যবস্থা মোশির নয় কিন্তু এই বিধি-ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে৷ আর তোমরা এমনকি বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো৷
Bible New Testament Book Of John (7/22)
বাইবেল ,, এ .. বলা হয়েছে:-
And he made with him the agreement of which circumcision was the sign. And so Abraham had a son, Isaac, and gave him circumcision on the eighth day; and Isaac had a son, Jacob, and Jacob was the father of the twelve heads of the families of Israel.
bible new Testament book Of Acts (7/8)
এখানে circumcision অর্থ হল লিংগ কর্তন ।
বাংলায় অনুবাদ করলে এটিকে এভাবে বলা যেতে পারে,
এরপর অব্রাহামের সঙ্গে ঈশ্বর এক চুক্তি করলেন৷ এই চুক্তির চিহ্ন হল সুন্নত সংস্কার৷ এরপর অব্রাহামের একটি পুত্র সন্তান হল৷ আট দিনের দিন তিনি তার সুন্নত করালেন; সেই পুত্রের নাম ইসহাক৷ ইসহাকের পুত্র যাকোবেরও তারা সুন্নত করলেন৷ যাকোবের পুত্ররা বারোজন গোষ্ঠীর পিতা হলেন৷bible new Testament book Of Acts (7/8)
এছাড়াও আছে ,
মোশিও তোমাদের সুন্নতের বিধি-ব্যবস্থা দিয়েছিলেন৷ যদিও মুলতঃ সেই বিধি-ব্যবস্থা মোশির নয় কিন্তু এই বিধি-ব্যবস্থা প্রাচীন পিতৃপুরুষদের কাছ থেকে এসেছে৷ আর তোমরা এমনকি বিশ্রামবারেও শিশুদের সুন্নত করে থাকো৷
Bible New Testament Book Of John (7/22)

0 Comments