বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুয়ালাইকুম , সম্মানিত বন্ধুগন , আজকে আমরা আলোচনা করবো পেন্টাগ্রাম সমপর্কে !
What is Pentagram ? পেন্টাগ্রাম কি ?
প্রশ্ন আসতেই পারে । যেহেতু পেন্টাগ্রাম নিয়ে কথা বলবো সেহেতু পেন্টাগ্রাম নিয়ে তো প্রশ্ন আসবেই যে, এটা কি ?
এটার উত্তর অনেক গুলো ।
পেন্টাগ্রাম মূলত এটিই একটি কনফিউশন বিষয় ।
যেমন Wikipedia বলছে “The pentagram means different things to different people. These meanings have changed over time.”
এটি অনেক মানুষের কাছে অনেক রকম সংজ্ঞ্যা হচ্ছে । এটির অর্থ , যুগের সাথে সাথে পরিবর্তনশীল হতেই আছে ।
এটি খিষ্টানদের প্রতিক হিসেবেও ব্যবহার হয় । তাদের ধারনা , যীশু খ্রিষ্ট কে ক্রূশ বিদ্ধ করার সময় তার পাচটি ক্ষত দাড়িয়েছিল সেটিকে রিপ্রেজেন্ট করার জন্যই এটা খ্রিষ্টানদের একটি প্রতিক ।
Wikipedia বলছে “In ancient times, the pentagram was used as a Christian symbol. It stood for the five wounds that Jesus Christ received during his crucifixion (the nails in each hand and foot, and the spear wound in his side).[1]”
এছাড়াও আরও বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যখ্যা আছে এটির ।
Wikipedia আরও বলছে আজকে পেন্টাগ্রাম সবচেয়ে বেশি ব্যবহারযোগ্য একটি প্রতিক ।
যারা এখানে পরতে এসেছেন আমিধরে নেই এলিফাস লেভি সমপর্কে আপনারা কিছু হলেও জানেন ।
১৮০০ দশকের দিকে এলিফাস লেভি , তিনি .. পেন্টাগ্রামকে ছাগলের মাথাযুক্ত Bapomet এর সাথে যুক্ত করেছিলেন ।
আপনার এটি অবশ্যই জানেন Bapomet কি ? যদি না জানেন Bapomet গুগলে সার্চ করে দেখে নিতে পারেন । তিনি Bapomet এর মাথায় এই পেন্টাগ্রাম টি অংকন করেন । যখন ১৯৬৬ সনে যিনি চার্চ অফ শয়তান That Means "Church of Satan" তৈরি করেছিলেন , তিনি এলিফাস লেবির কাছে থেকে এই ধারণাটি গ্রহণ করেছিলেন । তারপর থেকেই Bapomet এর মাথায় পেন্টাগ্রাম টি দেখা যায় । যদি না থেকে থাকেন দেখে নিন ।
এটিই হল Bapomet .
তো যাই হোক ,.. পেন্টাগ্রাম নিয়ে আমরা কথা বলছিলাম ।
আমি গতকাল (২৭ নভেম্বর ২০১৯) এ পেন্টাগ্রাম নিয়ে জানার উদ্দেশ্য নিয়ে তালাশ করতেছিলাম । ভাবতেছিলাম , এটির রহস্য কি ? কেনই বা এটা Bapomet এর মাথায় থাকবে ?
অবশেষে কিছু খোরাক আমার মিলে গেল । কিছু তথ্য আমি পেলাম । সেগুলোই আমি আপনাদের সামনে তুলে ধরবো । আমি বলছিনা , মুলত , পেন্টাগ্রাম প্রদর্শনের উদ্দেশ্য এটিই হবে .. বা আমার লিখা গুলোই ঠিক হবে এমন কথা আমি বলছিনা ... এই লিখা গুলো (যেগুলো আমি পেয়েছি ) সেগুলো আমার কাছে গ্রহনযোগ্যতা পেয়েছে বিধায় আমি আপনাদের সামনে উপস্থাপনা করব বলে আশা পোষণ করেছি । তো যাই হোক , চলুন আলোচনায় যাওয়া যাক ।venerabilisopus নামে একটি ওয়েবসাইট পেলাম গুগল সার্চ করে যেখানে আমি এ বিষয়ে Eliphas Levi তার ধারণার উপর ভিত্তি করে কিছু লিখা পেলাম ।
আমি লিংক সহ সমস্ত কিছু উপস্থাপনা করব ।
সেখানে আমি পরলাম "this absolute magical symbol represents order or confusion"
এর মানে এটি একটি ম্যাজিক্যাল সিম্বল যেটা প্রদর্শন করে থাকে কোন কিছুর আদেশ বা বিশৃঙ্খলা ঘটানোর উদ্দেশ্য নিয়ে ।
আরেক জায়গায় পেলাম ,
এটি মারাত্মক শক্তিশালি এবং সৈরতন্ত্র এর সাইন বলে মনে করা হয় ।
এটি শয়তানের সকাল এবং সন্ধার তারা কে রিপ্রেজেন্ট করে ।
আরেকটি জায়গায় আছে “The Pentagram is the figure of the human body, having the four limbs and a single point representing the head.”
পেন্টাগ্রাম এমন একটি চিত্র যার মাধ্যমে মানুষের শরীর , ৪ টি অংগ এবং একটি বিন্দুকে প্রদর্শন করে থাকে । ঠিক নিচের মত ।
এই সব গুলো রেফারেন্স ই আপনি পাবেন “Click Here" !
এলিফাস লেভি , মূলত এই পেন্টাগ্রাম কে Bapomet এর মাথায় স্থাপন করেছিলেন ঠিক এই উক্ত কারণ গুলোই । কোন মুসলিম দেশের উচিত নয় , এগুলো ডিজাইন কে রাষ্ট্রিয় মর্জাদায় সম্মান প্রদর্শন করা । আমরা আমাদের অজান্তেই Bapomet কে সম্মান দিয়ে থাকি । এগুলো আমাদের জানা উচিত ।
আজকে অনেক দেশের পতাকাতেই আপনি এই সমস্ত ডিজাইন দেখতে পারবেন । এর মানে এটি বুঝাতে মোটেও চাইনি , যে তারা এটির মাধ্যমে , Bapomet এ প্রর্দশন করে !! এটি বুঝানোর চেষ্টা করছি , যে এটি একটি Bapomet এর সাইণ ।
তো যাই হোক .. আমরা Pentagram এর অনেক গুলো ধরণ নিয়ে সংক্ষিপ্ত আকাতে কথা বলব ।
এরপর আরেকটি ওয়েবসাইট যার নাম "learnreligions" সেখানে পেন্টাগ্রাম নিয়ে বিশাল আলোচনা করেছে Catherin Beyar নামে একটা Account থেকে ।
আপনার পোষ্ট গুলো পরতে পারেন । লিংক :- https://bit.ly/36654476
সেখানে এটার অস্তিত্ব সমপর্কে বলা হয়েছে “has been in existence for thousands of years." এটির অস্তিত্ব হাজার হাজর বছর ধরে ।
এই উপরের চিত্র গুলো মিশরেও আছে । Just Click here>>
এখানে দেখতেই পাচ্ছে তাদের দেওয়ালে পেন্টাগ্রাম ও রয়েছে এতেই বোঝা যায় , এটি অনেক আগে থেকেই আছে ।
সেখানে বলা হয়েছে “Nineteenth-century occult groups such as the Golden Dawn held that the point-up pentagram represented the rulership of Spirit over the physical elements”
এখানে বলা হয়েছে গোল্ডেন ডন ! হতে পারে এটি কোন গ্রুপের নাম । অামার এ বিষয়ে জানা নেই । ১৯ শতকের দিকে সেই জামানার গুপ্তগোষ্টী That Means , যারা শয়তানের পূজা করতো , তারা ভাবত এটি শারিরিক উপাদানগুলির উপরে আত্মার শাসনের ক্ষমতা স্থাপন করে ।
সেখানে আরও বলা হয়েছে “Wiccans sometimes see the pentagram as representing the Triple Goddess (as three of the points) and the Horned God (with the remaining two points representing either his two horns or his dual light and dark natures).”
তার মানে , উইকানরা , পেন্টাগ্রাম আবার ৩ টি দেবি কে প্রদর্শন করার ক্ষেত্রেও ব্যবহার করতো । শিংযুক্ত দেবি বা ইশ্বরের আদর্শ কে প্রদর্শন করা হয় এমনটাই বুঝিয়েছে ।
আবার Bapomet পেন্টাগ্রাম এর কথা যদি বলতে যাই যেটার কিছু কথা আগিই বলেছি আমি , এখানে বলা আছে “The Bapomet Pentagram Is Official , Copyright Symbol of The Church Of Satan . "
এখানে বুঝায় যায় পেন্টাগ্রাম শয়তানের গির্জার অফিশিয়াল একটি সিম্বল যা আপনারা bapoment এর মাথায় দেখতে পাবেন ।
এখানে বলা হয়েছে গোল্ডেন ডন ! হতে পারে এটি কোন গ্রুপের নাম । অামার এ বিষয়ে জানা নেই । ১৯ শতকের দিকে সেই জামানার গুপ্তগোষ্টী That Means , যারা শয়তানের পূজা করতো , তারা ভাবত এটি শারিরিক উপাদানগুলির উপরে আত্মার শাসনের ক্ষমতা স্থাপন করে ।
সেখানে আরও বলা হয়েছে “Wiccans sometimes see the pentagram as representing the Triple Goddess (as three of the points) and the Horned God (with the remaining two points representing either his two horns or his dual light and dark natures).”
তার মানে , উইকানরা , পেন্টাগ্রাম আবার ৩ টি দেবি কে প্রদর্শন করার ক্ষেত্রেও ব্যবহার করতো । শিংযুক্ত দেবি বা ইশ্বরের আদর্শ কে প্রদর্শন করা হয় এমনটাই বুঝিয়েছে ।
আবার Bapomet পেন্টাগ্রাম এর কথা যদি বলতে যাই যেটার কিছু কথা আগিই বলেছি আমি , এখানে বলা আছে “The Bapomet Pentagram Is Official , Copyright Symbol of The Church Of Satan . "
এখানে বুঝায় যায় পেন্টাগ্রাম শয়তানের গির্জার অফিশিয়াল একটি সিম্বল যা আপনারা bapoment এর মাথায় দেখতে পাবেন ।
এভাবে সেখানে বিস্তারিত ব্যক্ষ্যা , মানে ১১ রকমের পেন্টাগ্রাম নিয়ে আলোচনা করেছে তারা ।
পেন্টাগ্রাম কোন মুসলমানের আদর্শ হতে পারেনা ।



েউপরের চিত্র গুলো দেখেই বুঝতে পারতেছেন আজাকে এই পেন্টাগ্রাম বিভিন্ন ভাবে প্রমোট করা হচ্ছে । আমি জানিনা কেন ! এটার উতপত্তি কোথা থেকে , কেও সঠিক ভাবে বলতে পাবেনা । তাই আমাদের উচিত , পেন্টাগ্রাম কে আমাদের আদর্শ হিসেবে না নেওয়া । অবশ্যই আমরা , পেন্টাগ্রাম অংকিত ঘড়ি, জায়নামায , ওয়ালমেট ইত্যাদি বস্তু কে এভোইট করে চলবো ।
এর মানে কেও এই বুঝবেন না , যে , যেখানে স্টার দেখবেন সেখানেই অশূভ কোন নিদর্শন আছে ?? !! মোটেও না । আমার এই পোষ্ট এর উদ্দেশ্যই হল , স্টারকে আমরা আমাদের সম্মানের প্রতিক হিসেবে প্রমোট করবো না । জাস্ট এতটুকুই ।
তো যাই আজ এ পর্যন্তই । আল্লাহ হাফেজ ।








0 Comments