বিসমিল্লাহির রাহমানির রাহীম
আসসালামুয়ালাইকুম , বন্ধুগন , আজকে আমরা আলোচনা করবো The Eye Of Providence নিয়ে ।
 Whats Eye Of Providence ? সেটা নিয়েই হালকা কিছু আলোচনা করবো ।
খিষ্টানদের লোগে তে এই গুলো প্রায়ই চোখে পরে ।
যদি আপনি এ বিষয়ে গুগলে একটু রিসার্চ করেন তাহলে Wikipedia আপনাকে বলবে ,It represents the eye of God watching over humanity
তার মানে এটি একটি God এর চোখ যা , মানবতার উপরে নজর রাখে (এটাকে রিপ্রেজেন্ট করানোর জন্যই এটি ব্যবহার করা হয় ।)
Wikipedia আমদের তথ্য দিচ্চে যে  , United State এ , এটি ১৭৮২ সালে Great Seal এর বিপরীতে Eye Of Providence কেই স্থাপন করা হয় । (In 1782, the Eye of Providence was adopted as part of the symbolism on the reverse side of the Great Seal of the United States.)
Wikipedia আরও তথ্য দিচ্চে যে এটি ফ্রিমেসানদের অত্যন্ত ব্যবহার যোগ্য একটি প্রতিক । conspiracy theorists দের মতে , Great Seal এর পরিবর্তে আই অফ প্রভিডেন্স কে বসানো মানে হল অমেরিকা যুক্তরাষ্ট এর উপর ফ্রিমেসনারিদের প্রতিনিধিত্ব কে ইংগিত করে ।
তো যাই হোক , আপনার Google Research করলে আরও জানতে পারবেন , Businessinsider নামে  একটি ওয়েবসাইট থেকে আমি জানতে পারলাম “The three points of the triangle represent the Christian mythology of the Father, Son, and Holy Spirit.”
তার মানে হল , Eye Of Providence এর তিনটি অংশ দ্বারা বুজানো হয় , That Means খৃষ্টানরা বুঝে , যা , তা হল , তারা তাদের কাহীনিকে রিপ্রেজেন্ট করে । যার মদ্ধ্যে ৩ টি বিষয় থাকে , পিতা , পুত্র , এবং , পবিত্র আত্মার কাহীনি রিপ্রেজেন্ট করে । এখানে যেই আলোক রশ্মি দেখতে পাচ্ছে , মানে হল , চোখের পার্শে  দিয়ে , আলো রশ্মি আসতেছে এটার মাধ্যমে , পবিত্রতা বুঝানো হয় । 
প্রচীন মিশরিয়দের সময় ও আপনি এটিকে ব্যবহার করতে দেখতে পারবেন ।
তারাও এটি কে ব্যবহার করত । For Example তারা এটিকে রিপ্রেজেন্ট করত এই ভেবে যে , এটি হল , Eye Of Horus  মানে তাদের দেবতার চোখ হিসেবে তারা প্রদর্শন করতো ।
তবে হ্যা এটা সত্য যে Businessinsider Website এ , অনেক কিছু বলা হয়েছে , যার সাথে আমি একমত হতে পারিনা । 
এটা আমি নিশ্চিত যে , এটার মাদ্ধ্যমে খারাপ কোন মিথ্যা স্রষ্টা আমাদের উপরে চোখ রাখতেছে , সেটা কে রিপ্রেজেন্ট করা হয় । মিশরীয় রা যেহেতু , এটিকে হোরাসের চোখ হিসেবে রিপ্রেজেন্ট করত , তাহলে এত আধুনিক যুগে এসে , এটি ব্যবহার করার কারণ কি হকে পারে ? 
হতে , পারে মিশরিয় রা যেই মিথ্যা স্রষ্টার পিছনে ছুটছিল , আজকের আধুনিক সভ্যতাও সেই স্রষ্টার আনুগত্য করতেছে । ফ্রিমেসানরা তো সরাসরি শয়তানের পূজারি , এটা তো আলোচনা করার প্রয়োজন নেই । 
 



 
 
0 Comments