বিসমিল্লাহির রাহমানির রাহীম
Logic
লজিক এর উপর লিখা একটি বই সেটি চাইলে ডাওনলোড করতে পারেন ।
1. What's Logic ??:-
(The term "logic" came from the Greek word logos, which is sometimes translated as "sentence", "discourse", "reason", "rule", and "ratio". Of course, these translations are not enough to help us understand the more specialized meaning of "logic" as it is used today.)যুক্তির পরিচয় কি সেটা বলতে গিয়ে একটি ওয়েবসাইটে এইভাবে বিষয়টিকে উপস্থাপনা করা হয়েছে যে , Logic শব্দটি গ্রিক শব্দ 'Logos' থেকে এসেছে । যেটা কখনোও কখনোও , বিভিন্ন জায়গায় ব্যবহার হয় যেমন , "বাক্য", "বক্তৃতা", "কারণ", "নিয়ম" এবং "অনুপাত" হিসেবে অনুবাদ হয়ে যায় । মানে , এইগুলো কাজে ব্যবহার হয় ।
এরপরে কেও যদি প্রশ্ন করে ,যুক্তি কি? তাহলে বলতে হয় , এটি বেশ বিতর্কীত একটি বিষয় । উক্ত ওয়েবসাইটে বলা হয়েছে ,
’ how logic should be properly defined is actually quite a controversial matter ‘
2.The Principles Of Logic:
If the assumptions of the argument are true, the conclusion of the argument must also be true .যুক্তি গঠনের কিছু নীতি রয়েছে , যেখানে বলা হয়েছে , “যদি অনুমান করে আপনি যে যুক্তি পেশ করবেন সেটি যদি গ্রহণযোগ্যতা পায় তাহলে উপসংহারটি , মানে আপনার ফলাফলটিও সত্য হবে । মানে আপনি যেটিকে কেন্দ্র করে যুক্তি উপস্থাপনা করতেছেন সেটিও সত্য হবে ।
Ref. https://philosophy.hku.hk/think/logic/whatislogic.php
3.Type Of Logic:
যুক্তির কিছু ধরণ রয়েছে যা ধারাবাহিক ভাবে আলোচনা করা হলো । নিচের ধরণগুলি Wikipedia থেকে নেওয়া হয়েছে ।যুক্তি পেশ করার ক্ষেত্রে , যুক্তির অনেক ধরণ হতে পারে । যেমন:
1. Syllogistic (শব্দবাজি যুক্তি)
2. Propositional Logic (প্রস্তাবিত যুক্তি)
3. Predicate Logic (ভবিষ্যতবাণিপূর্ণ যুক্তি)
4. Modal Logic (মডেল যুক্তি)
5. Informal Reasoning and Dialectic (আনানুষ্ঠানিক যুক্তি এবং দ্বান্দিক)
6. Mathematical logic (গ্যানিতিক যুক্তি)
7. Philosophical Logic (দার্শনিক যুক্তি)
8. Computational Logic (গণনা যুক্তি)
9. Non - Classical Logic (অ-শ্রাস্ত্রিয় যুক্তি)
উপরে দেওয়া বই থেকে এইগুলো পাওয়া যায় ।
1. Syllogistic Logic
2. Propositional Logic
3. Quantificational Logic
4. Modal Logic
5. Deontic Logic
6. Belief Logic
7. The Formalization Of an Ethical Theory
8. Meta Logic
9. Induction
10. Meaning Definitions
11. Fallacies Argumentation
A. Syllogistic Logic:-

0 Comments