সংশয়বাদী Sceptical Atheism

বিসমিল্লাহির রাহমানির রাহীম


সংশয়বাদ (Scepticism)

সংশয়বাদের সংজ্ঞা:
যারা সংশয়বাদের প্রতি আস্থা রাখেন বা সংশয়বাদ চর্চা করেন তাদেরকে সংশয়বাদী বলা হয়।

ব্যাক্ষা:
যেকোন কিছুকে প্রশ্নবিদ্ধ করার মনোভাবকেই সংশয়বাদ বলা যেতে পারে। সাধারণ্যে বহুল প্রচলিত কোনো ধারণাকে সন্দেহ করা অর্থে সংশয়বাদ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে। কোনো কিছুর নিদর্শন পেলে তাকে বিনা বাক্য ব্যায়ে মেনে না নিয়ে বরং সেই নিদর্শনটিকেই প্রশ্নবিদ্ধ করাই সংশয়বাদ।

দার্শনিক চিন্তার উতপত্তি যদিও সংশয় থেকে তবুও দাশনিক পদ্ধতির আলোচনা হিসাবে সংশয়বাদ একটা আদর্শ পদ্ধতি নয় । এ মতবাদ অনুসারে জ্ঞ্যান সুনিশ্চিত ও সুনির্দিষ্ট নয় । নির্বিচারবাদ বিচার-বিবেচনা ব্যতিরকে জ্ঞ্যানের সত্যতা স্বীকার করে নেয় , অপরদিকে সংশয়বাদ জ্ঞ্যানের সত্যতাকেই অস্বীকার করে ।
প্রমান: দর্শনের সমস্যাবলি , প্রফেসর মোহাম্মাদ নূরনবী ,  মেরিট ফেয়াট প্রকাশন , ৪২ পৃষ্ঠা ।





সংশয়বাদের প্রকারভেদ:

সংশয়বাদ এর প্রকার ২ টি ।  যথা:

(১) সোফিজম ( Sophism )
(২) প্রত্যক্ষবাদ ( Realism )


























Post a Comment

0 Comments