সমকামিতা

বিসমিল্লাহির রাহমানির রাহীম

আসসালামুয়ালাইকুম ,
বন্ধুরা আজকে লিখবো , সমকামিতা সমপর্কে । নাস্তিকরা সাধারণত , যেটি দাবী  করে , সমকামিতা জেনেটিক , এর মানে এটি জন্মগত ! পূর্বপুরুষের স্বভাব থেকে পাওয়া একটি প্রক্রিয়া , !
আসলেই কি এটি সত্য ?
আসুন সেটিই আজকে বিচার বিশ্লেষণ করবো ।
প্রথমত , এটি নিয়ে বিরাট বিতর্ক বিরাজমান । তবে এটি মাথায় রাখতে হবে , যেটি সমকামিতা এটি , জন্মগত সুত্রে নয় । সাধারণত , বেশিরভাগ মুক্তমণা নাস্তিক যারা দাবী করেন , তারাই সমকামিতার বৈধতা দেন ।

কোরআন শরিফ এর অবস্থান , সমকামিতা পরিষ্কার ‍গুনাহের কাজ , এবং এর শাস্তি ভয়াবহ , হযরতে লূত আ: এর কওম কে আল্লাহ তায়ালা , এই অবরাধের কারণেই ধ্বংস করেছিলেন ।
কোরআন শরিফ নিয়ে আপাদত আলোচনা স্থগিত করতে চাই কারণ , নাস্তিকরা বা তথাকথিত  , হিউম্যানিস্ট পন্থিরা , তারা , এ বিষয়ে কোরআন কে মানবেনা , ! তারা যেহেতু , বিজ্ঞান কে মানে , সেহেতু আমরা বিজ্ঞানভিত্তিক আলোচনা করবো ইংশাআল্লাহ ।
 
প্রথমেই আমরা দেখি আসুন Wikipedia কি বলে তা আমরা দেখে নেই ।
Wikipedia সমকামিতা হওয়ার কারণ সমপর্কে যা বলে তা হল , এটি হতে পারে , হরমনজনীত কারণে , অথবা , পরিবেশের কারণে অথবা , জেনিটিক কারণে , ! 
তার কথাটি নিম্নরূপ : 
Scientists do not know the exact cause of sexual orientation, but they theorize that it is caused by a complex interplay of genetichormonal, and environmental influences . 
{ American , Psychological Association }
তারা যেটি বলছে তা হলো , বিজ্ঞানীরা আসলে এটি নির্দিষ্ট যাচাই করতে পারেন নি যে আসলে সমকামিতা হওয়ার কারণ কি , ! কিন্তু তারা এটি বলেছে যে সমকামিতার কারণ , জন্মগত , হরমনজণিত অথবা , পরিবেশগত !

Wikipedia যেটি করেছে তা হল , মোটামুটি সব ধরণের মতামত , তুলে ধরেছে , হয়ত ডিরেক্ট বা ইনডিরেক্ট জেনিটিক কে সমর্থন করতে পারে , কিন্তু নাস্তিকরা , সমকামিতা হওয়ার কারণ শুধু জেনিটিক হওয়া কে স্বীকার করে বাকি গুলো অস্বিকার করে ।

মার্কিন মনোবিদ্যা সমিতি , মার্কিন চিকিতসক সমিতি  , এবং জাতীয় সেচ্ছাসেবক সমিতি ২০০৬ সালে এই বিবৃতি দেয় যে , 

প্রাপ্তবয়স্ক সমকামী জনসাধারণের মদ্ধ্যে অধিকাংশই বিপরীতকামী মা-বাবার সন্তান এবং সমকামী মা বাবার সন্তানদের অধিকাংশই বড় হয়ে বিপরীতকামী হন ।
   
              
হাস্যকর হলেও সত্য , যে নাস্তিকরা , এইগুলো নিয়ে , কোন কথাই বলেনা , তারা শুধু মাত্র জেনিটিকের পক্ষের রেফারেন্স গুলোই প্রদান করেন ।

এবার আসুন আরেকটি গভিরে যাই । নাস্তিক বা মুক্তমনা , হিউম্যানিস্ট দের মদ্ধ্যে কেও কি সমকামিতার বিরুধীতা করেন ?? প্রশ্ন আসতে পারে ।
তার উত্তর হলো হ্যা করেন ।
কলকাতাভিত্তিক ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির প্রধান এবং হিউম্যানিস্ট এসোসিয়েশনের সভাপতি এবং ,  প্রতিষ্ঠাতা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতিরও এখনো সভাপতি আছেন ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির এরকম একজন লোক যার নাম প্রবীর ঘোষ , !

প্রবির ঘোষ তার দুটি বই লিখেছেন , ।

বই দুটি হলো:-
১. মনের নিয়ন্ত্রণ যোগ - মেডিটেশন
২. আরেকটি হলো , সম্মোহনের A টু Z

এই দুটি বই যদি আপনি পরেন , তাহলে বুঝতে পারবেন , সমকামিতা সমপর্কে , তিনি কতটা বিদ্রোহ প্রকাশ করেছেন ।

তিনি তার বই , মনের নিয়ন্ত্রণ যোগ - মেডিটিশন এই বইয়ে বলেছেন ,

মৈথূন ইচ্ছা সহজাত , সমকামিতা সহজাত নয় । 

মনের নিয়ন্ত্রণ যোগ - মেডিটিশন পৃষ্ঠা : ১০৮ পৃষ্ঠা

সমকামিতা কেন হয় , এ বিষয়ে তিনি কি বলেছেন দেখুন , 
মিলিটারী ব্যারাকে , পুলিশ ব্যারাকে , কলেজ হোস্টেলে , জেল কয়েদিদের মধ্যে ব্যপকতা পেয়েছে সমকামিতা । ব্যারাকে হোস্টেলে পর্ণেবই ও ব্লু- ফিল্মের রমা রমা যৌণ প্রবৃত্তিকে উস্কে দেয় । উরা যৌণতা সমপূর্ণ করে সমকামিতা করে ।

মনের নিয়ন্ত্রণ যোগ - মেডিটিশন পৃষ্ঠা : ১১৩ পৃষ্ঠা

সমকামিতা হওয়ার পিছনে তাতের মা বাবা আত্মিয়স্বজন পাড়া পড়শিরাই দায়ী ।
একটি শিশু কে যদি আরেকটি সমলিংঙ্গের শিশুর সামনে বসিয়ে সৌন্দর্য প্রকাশ করা হয় , তাহলে সে শিশু অবশ্যই সমকামী হওয়ার সম্ভাবনাই বেশি ।
সময়মত , ট্রিটমেন্ট নিলে এই মনোরোগ সাড়িয়ে তোলা সম্ভব ।
 মনের নিয়ন্ত্রণ যোগ - মেডিটিশন পৃষ্ঠা : ১০৯ পৃষ্ঠা

মজার বিষয় কি জানেন বন্ধুরা ?
তিনি নাস্তিক হয়েও সমকামিতার বিপক্ষ অবস্থান নিয়েছেন ।


মাত্র কিছুদিন আগে , বিবিসি একটি নিউজ করেছে যেখানে তারা হেডলাইন দিয়েছে

No single gene associated with being gay

"
সারা বিশ্বে তারা একটি , অভিযান চালিয়েছে ,সমকামিতা রিসার্চের জন্য , তারা জেনিটিক জীন তালাশ করার জন্য , 409,000 লোক অংশ গ্রহন করেন । এবং তাদের কে তদন্ত করে কারোও জীন এ সমকামী জীন বলতে কিচ্ছু পাওয়া যায় নি ।

BBC বলছে,
A genetic analysis of almost half a million people has concluded there is no single "gay gene".
এর অর্থ হলো , তারা অর্ধ মিলিয়ন মানুষের জেনেটিক বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে , যে , সমকামি জিন বলতে কিচ্ছু নেই ।

এই বিষয়ে, Ben Neale বলেন , "Genetics is less than half of this story for sexual behaviour, but it's still a very important contributing factor."
জেনেটিক জিন যৌন আচরণের জন্য , ১% এরও কম হতে পারে , তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণ ।

লন্ডনের একজন প্রফেসর , ডেভিড কার্টিস (Institute , University Collage ) তিনি বলেন , There Is no such Thing as a gay gene ! সমকামী জিন বলতে কিচ্ছু নেই ।





























Post a Comment

0 Comments