Atheism

বিসমিল্লাহির রাহমানির রাহীম

নাস্তিক্যবাদের সংজ্ঞা:
যে মতবাদ সাধারণত , ঈশ্বরে বিশ্বাস করেনা তাকে নাস্তিক্যবাদ বলে ।
প্রমান: দর্শনের সমস্যাবলি , প্রফেসর মোহাম্মাদ নূরনবী ,  মেরিট ফেয়াট প্রকাশন , ৩০৪ পৃষ্ঠা ।

ব্যক্ষা:
নাস্তিক্যবাদ অনুসারে জড় জগত হচ্ছে একমাত্র জগত , আর এই জগতের আড়ালে কোন ঈশ্বর বা আধ্যাত্নিক শক্তির অস্তিত্ব নেই ।
প্রমান: দর্শনের সমস্যাবলি , প্রফেসর মোহাম্মাদ নূরনবী ,  মেরিট ফেয়াট প্রকাশন , ৩০৪ পৃষ্ঠা ।

প্রধান যুক্তি:

১. মানুষ প্রমান ছাড়া কোন কিছুর অস্তিত্ব স্বীকার করেনা । ঈশ্বরের অস্তিত্ব প্রমান করা যায় না , সুতরাং , ঈশ্বর নেই ।

২.জগত হচ্ছে জড় এবং জড়শক্তির খেলা , ! জগতে কোন ঈশ্বরের কোন উদ্দেশ্য বা আদর্শের অস্তিত্ব নেই । বিশ্ব যান্ত্রিকভাবেই চলে । সুতরাং , বিশ্ব প্রক্রিয়ায় কোন ‍উদ্দেশ্য কারণের বা ঈশ্বরের কোন অস্তিত্ব নেই ।
প্রমান: দর্শনের সমস্যাবলি , প্রফেসর মোহাম্মাদ নূরনবী ,  মেরিট ফেয়াট প্রকাশন , ৩০৫ পৃষ্ঠা ।




নাস্তিকতা প্রধাণত ৪ প্রকার । যথা:

১। গোড়া নাস্তিক্যবাদ । (Dogmatic Atheism)
৩। সমালোচনামূলক নাস্তিক্যবাদ । (Critical Atheism)
৪। ব্যবহারিক নাস্তিক্যবাদ । (Practical Atheism)
প্রমান: দর্শনের সমস্যাবলি , প্রফেসর মোহাম্মাদ নূরনবী ,  মেরিট ফেয়াট প্রকাশন , ৩০৫ পৃষ্ঠা ।

Post a Comment

0 Comments