Christianity

বিসমিল্লাহির রাহমানির রাহীম
আশা করি সবাই ভালো আছেন । আলহামদুলিল্লাহ আল্লাহ পা’কের অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি ।
আসলে আমি কখনো ভাবিনি খিষ্টানধর্ম সমপর্কে আমাকে লিখতেই হবে । তবে, বর্তমান পেক্ষাপট অনুযায়ী যুগ অনুসারে ভাবলাম জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য + আমার সংরক্ষনে রাখার জন্য আমার এই লিখা গুলো রাখা অত্যান্ত গুরুত্বপূর্ণ ।
এতে অবশ্য আমার যা সুবিধা পাবো ফস করেই যে কোন কিছু প্রয়োজন হলে তখনই আমি এটি হাতের কাছে পাবো ।
আর আমি আশা করি কোন মুসলিম ভাই খ্রিষ্টানদের বিভিন্ন অপবাদ সহ আরও যা যা বলে ইত্যাদি ইত্যাদি এইগুলোর প্রতিবাদ করতে পারবে আমার এই লিখা গুলোর মাধ্যমে আশা করি । তাই সেই প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি।

Post a Comment

0 Comments